‘বদলে যাবে আইন’, শুধু সরকার বদলের অপেক্ষা করতে বললেন মমতা

Murshidabad: মমতা আরও উল্লেখ করেছেন, অনেক হিন্দুরাও ওয়াকফ সম্পত্তি দান করেছে। কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তিনি বলেন, "আপনারা চান রাজ্যের ওয়াকফ বোর্ড ভেঙে যাক। আর কত পাওয়ার চান আপনি।"

বদলে যাবে আইন, শুধু সরকার বদলের অপেক্ষা করতে বললেন মমতা
Image Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 16, 2025 | 4:24 PM

কলকাতা: দিল্লিতে একবার সরকার পরিবর্তন হলে জনবিরোধী আইনগুলি বদলে যাবে, এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। সংখ্যালঘুদের শান্ত থাকার বার্তা দিতে গিয়ে মমতা বলেন, “সমস্যা হলে, সমাধানের জন্য অপেক্ষা করতে হবে।”

মমতা বলেন, “এক বছর পর দিল্লিতে অনেক পরিবর্তন আসবে। আবার নতুন সরকার হবে। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, সেদিন জনবিরোধী আইনগুলো বদলাতে হবে। ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে।”

একই সঙ্গে মমতা প্রশ্ন তুলেছেন, কেন সংবিধান সংশোধন করা হচ্ছে না? তিনি বলেন, “ওয়াকফ আইন যদি বদলাতে হয়, তাহলে সংবিধানে সংশোধন করলেন না কেন। আপনি চালাকি করেছেন। সংবিধানে সংশোধনী না এনে বিল এনেছেন। কারণ তাহলে দুই তৃতীয়াংশ সমর্থন লাগত।”

মমতা আরও উল্লেখ করেছেন, অনেক হিন্দুরাও ওয়াকফ সম্পত্তি দান করেছে। কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা চান রাজ্যের ওয়াকফ বোর্ড ভেঙে যাক। আর কত পাওয়ার চান আপনি। এখন তো আপনাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। তারপরও আপনি এই সব করছেন! চন্দ্রবাবু, নীতীশ বাবু তো চুপচাপ বসে আছে। একটু পাওয়ারের জন্য আপনারা এইসব করছেন।”