কলকাতা: অফিসে যাওয়ার সময়। কিংবা অফিস থেকে ফেরার সময়। শীতাতপনিয়ন্ত্রিত মেট্রোতেও যেন কালঘাম ছুটে যাত্রীদের। দাঁড়াবার জায়গা নেই। ভিড়ের চাপে নড়তেও পারা যায় না। যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। এবার সকাল ও বিকেলে ভিড়ের সময় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল। আগামী সোমবার (১৩ জানুয়ারি) থেকেই চলবে বাড়তি মেট্রো।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে। ভিড়ের কথা মাথায় রেখেই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত এই বাড়তি মেট্রো চালানো হবে। সোমবার থেকে আপ এবং ডাউন লাইনে ৭টি করে মেট্রো বাড়ানো হল। অর্থাৎ ১৪টি মেট্রোরেক আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত চলবে। এর ফলে সকাল এবং বিকেলে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। সকাল ও বিকেলে এই সময় মেট্রোগুলিতে সবচেয়ে বেশি ভিড় থাকে। সেইসময় মেট্রোর সংখ্যা বাড়ানোয় যাত্রীদের সুবিধা হবে বলে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে।
শেষ মেট্রোর সময় এবং রাতের বিশেষ মেট্রোর সময়ে কোনও বদল করা হয়নি। একইরকমভাবে সকালে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী মেট্রোর সময়সীমায় কোনও বদল হয়নি। অর্থাৎ নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আগের মতোই প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে।