STF: ‘আমার মক্কেল অস্ত্র কারবারি’, কোর্টে দাঁড়িয়ে রামকৃষ্ণরই আইনজীবী স্বীকার করলেন সবটা

Kolkata STF: আদালত সূত্রে খবর, অভিযুক্তের আইনজীবীই এদিন স্বীকার করে নিলেন তাঁর মক্কেল অস্ত্র পাচারকারী। ভরা আদালতে বিচারকের সামনেই স্বীকারোক্তি অভিযুক্তর আইনজীবীর শেখ ওয়াসিম আখতারের।

STF: আমার মক্কেল অস্ত্র কারবারি, কোর্টে দাঁড়িয়ে রামকৃষ্ণরই আইনজীবী স্বীকার করলেন সবটা
আরজি কর নিয়ে কী বক্তব্য রাজ্যের?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2025 | 9:21 PM

কলকাতা: ধর্মতলা বাসস্ট্যান্ডে এসটিএফ-এর (STF) অভিযান। আনুমানিক ১২০ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করা হয় রামকৃষ্ণ মাঝি নামে এক ব্যক্তিকে। আজ সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ৪ জুন অবধি এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে। এর মধ্যেই আদলতে ধৃতের আইনজীবী বিস্ফোরক দাবি করলেন।

আদালত সূত্রে খবর, অভিযুক্তের আইনজীবীই এদিন স্বীকার করে নিলেন তাঁর মক্কেল অস্ত্র পাচারকারী। ভরা আদালতে বিচারকের সামনেই স্বীকারোক্তি অভিযুক্তর আইনজীবীর শেখ ওয়াসিম আখতারের। তাঁর দাবি, রামকৃষ্ণ শুধুমাত্র কার্তুজ পাচার করছিলেন। কারা তাঁকে কার্তুজ দিয়েছিল সেই নাম পুলিশকে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি।

সরকারি আইনজীবী আদালতে জানান, এটি একটি আন্তরাজ্য বড়সড়চক্র। এর সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে তাদের খুঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, এ দিন, ধর্মতলা বাসস্ট্যান্ডে ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায় রামকৃষ্ণকে। তাঁর পিঠে একটি ব্যাগ ছিল। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে এসটিএফ। জানা গিয়েছে, রামকৃষ্ণ কেতুগ্রামের বাসিন্দা। তবে এই কার্তুন কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই রামকৃষ্ণেরই আইনজীবী এ দিন স্বীকার করে নিলেন তাঁর মক্কেল অস্ত্রপাচারকারী।