SIR: শুনানির জন্য বিধানসভা প্রতি প্রয়োজন ১০ জন করে AERO, কমিশনকে চিঠি

SIR In WB: বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ।  বৃহস্পতিবার পর্যন্ত ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল। খসড়া তালিকা প্রকাশ হবে। অবশ্য তার মাঝে আবার হবে হিয়ারিং অর্থাৎ শুনানি।  যাঁদের তথ্য নিয়ে সন্দেহ তৈরি হবে, তাঁদের শুনানিতে ডাকা হবে।

SIR: শুনানির জন্য বিধানসভা প্রতি প্রয়োজন ১০ জন করে AERO, কমিশনকে চিঠি
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? Image Credit source: Social Media

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 12, 2025 | 10:38 PM

কলকাতা: এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়ে গিয়েছে। এবার খতিয়ে দেখার পালা। শুনানির জন্য বিধানসভা প্রতি ১০ জন করে AERO প্রয়োজন। জাতীয় নির্বাচন কমিশনকে এই মর্মে চিঠি দিল কমিশন। সব জেলার ডিইও-দের থেকে ওই তালিকা জমা পড়েছে কমিশনে। এমতাবস্থায় রাজ্যের ২৯৪টি বিধানসভার জন্য প্রয়োজন আরও ২৯৪০ জন এইআরও। কমিশন জানিয়েছে, অতিরিক্ত আরও প্রায় ১৫০০-২০০০ এইআরও নিয়োগ করা হবে। এক জন এইআরও-কে প্রতি দিন কমপক্ষে ৫০ জন ভোটারের শুনানি করতে হবে বলল নির্বাচন কমিশন।

বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ।  বৃহস্পতিবার পর্যন্ত ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল। খসড়া তালিকা প্রকাশ হবে। অবশ্য তার মাঝে আবার হবে হিয়ারিং অর্থাৎ শুনানি।  যাঁদের তথ্য নিয়ে সন্দেহ তৈরি হবে, তাঁদের শুনানিতে ডাকা হবে। এমনকি, কারওর নাম যদি খসড়া তালিকায় থাকে, তা হলে সে যে ছাড় পেয়ে যাবেন, এমনটাও নয়। প্রয়োজন পড়লে সেই ভোটারকেও শুনানিতে ডাকা হতে পারে।

কমিশন সূত্রে খবর, ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর,  সাড়ে ১৩ লক্ষ ভোটারের বাবা-মায়ের নাম এক। ১৫ বছরের কম বয়সে বাবা হয়েছেন, এরকম সংখ্যা ১১ লক্ষ ৯৫ হাজার। রাজ্যে ৬ সন্তানের বাবার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার। ৪০ বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার। এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। বুথ লেভেল অফিসার (বিএলও)-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তার পরেও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে।