Calcutta High Court: এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দেবে নির্বাচন কমিশন

Calcutta High Court: বিএলও-দের নিরাপত্তা নিয়েও এদিন সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। তিনি উল্লেখ করেন, দিকে দিকে বিএলও-রা হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা সরকারি কর্মী। তাদের নিরাপত্তা দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন তিনি। এই কথা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই।

Calcutta High Court: এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দেবে নির্বাচন কমিশন
কলকাতা হাইকোর্টImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 06, 2025 | 2:50 PM

কলকাতা: এসআইআর সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে হলফনামা দেবে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার আদালতে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, ২০০২-এর ভিত্তিতে কেন হচ্ছে এসআইআর? ২০২৫-এর তথ্যের ভিত্তিতে এসআইআর করা হোক বলে মন্তব্য করেন আইনজীবী। ২০০২ সালে শেষবার এসআইআর হয়েছিল। আদালতে কমিশন জানিয়েছে, সেই সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল, তাদের নতুন করে কোনও নথি দিতে হবে না। আর এবার এসআইআর ২০২৫ সালের ভোটার লিস্টের ভিত্তিতে হচ্ছে বলেই জানিয়েছে জানাল জাতীয় নির্বাচন কমিশন। হলফনামা দিয়ে পুরো বিষয়টা জানাতে চেয়েছে কমিশন।

বিএলও-দের নিরাপত্তা নিয়েও এদিন সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। তিনি উল্লেখ করেন, দিকে দিকে বিএলও-রা হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা সরকারি কর্মী। তাদের নিরাপত্তা দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন তিনি। এই কথা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।