নদিয়া: করোনার জন্য প্রায় দু’বছর বন্ধ ছিল ভারত-বাংলাদেশের যোগাযোগকারী ‘মৈত্রী এক্সপ্রেস’। এই প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে দুই দেশের সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা। এক দেশের সীমান্ত পার করে এই ট্রেন যখন আরেক দেশের সীমান্ত ছোঁয়, সে এক আবেগের মুহূর্ত। এখন থেকে সপ্তাহে ছ’দিন এই ট্রেন চলবে। রবিবার দুপুর ২টোয় ঢাকা থেকে ভারতের সীমান্তবর্তী প্রান্তিক স্টেশন গেদেয় পৌঁছয় মৈত্রী এক্সপ্রেস। গেদে স্টেশনে এক ঘণ্টা দাঁড়ানোর পর কলকাতা স্টেশনের দিকে রওনা দেয় ট্রেনটি।
২০২০ সালের মার্চ মাসে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই সতর্কতার জন্য দুই দেশের মধ্যে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কলকাতা থেকে ঢাকা অবধি যে মৈত্রী এক্সপ্রেস চালু হয়েছিল, তা এতদিন স্থগিত ছিল। এদিকে বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। ব্যবসায়িক কাজেও দুই দেশের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় যাতায়াত করেন অনেকেই। সেক্ষেত্রে এই মৈত্রী এক্সপ্রেস দুই বাংলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৪৫০ জন যাত্রী নিয়ে এই ট্রেন যাতায়াত করতে পারে। পুরোপুরি এসি এই ট্রেনে চেয়ার কার, এক্সিকিউটিভ ক্লাস দুই ক্যাটাগরিই রয়েছে।
West Bengal | After more than 2 years due to the COVID19 pandemic, passenger train services between India & Bangladesh resume today onwards with Bandhan Express (Kolkata – Khulna – Kolkata) & Maitree Express (Kolkata – Dhaka – Kolkata)
(Visuals from Kolkata Railway Station) pic.twitter.com/YS8HBWX2m7
— ANI (@ANI) May 29, 2022
১ জুন থেকে আরও একটি ট্রেনের যাতায়াত শুরু হচ্ছে দুই দেশের মধ্যে। মিতালি এক্সপ্রেস নামে এই ট্রেন নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে যাতায়াত করবে। এই ট্রেন ঘিরে পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের আলাদাই উন্মাদনা। বাংলাদেশের বহু পর্যটক দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স, চা বাগানের প্রতি আগ্রহী। এই ট্রেন পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী তারা।