Kaliachak Murder: কালিয়াগঞ্জের পর কালিয়াচকের মামলাও পৌঁছল হাইকোর্টে, বৃহস্পতিবার শুনানি

Kaliachak: মঙ্গলবার কালিয়াচকে বছর বারো কী তেরোর এক কিশোরীর দেহ উদ্ধার হয় মাঠের পাশ থেকে। প্রথমে তা দেখতে পান এলাকাবাসী।

Kaliachak Murder: কালিয়াগঞ্জের পর কালিয়াচকের মামলাও পৌঁছল হাইকোর্টে, বৃহস্পতিবার শুনানি
কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2023 | 1:32 PM

মালদা: একদিকে যখন কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে বিজেপি, তখন একই ভাবে মালদার কালিয়াচকের বালিকা মৃত্যু ঘটনা নিয়ে হাইকোর্টে গেলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। সিবিআই তদন্ত ও আর্থিক সাহায্যের দাবিতে মামলা দায়ের করেছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

মঙ্গলবার কালিয়াচকে বছর বারো কী তেরোর এক কিশোরীর দেহ উদ্ধার হয় মাঠের পাশ থেকে। প্রথমে তা দেখতে পান এলাকাবাসী। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান যে, ধৃত যুবকের সঙ্গে ন’দিন আগে (মৃত্যুর ঘটনার) ফোন মারফত যোগাযোগ হয় ওই নাবালিকার। দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এরপর মেয়েটি অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু অভিযুক্ত যুবক তা নাকচ করে দেয়। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবক বিবাহিত। তার দুই সন্তানও রয়েছে। বিয়ের জন্য ক্রমাগত চাপ দেওয়ার কারণে সে নির্যাতিতাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর নিজের বাড়ি থেকে প্রায় দু’কিমি দূরে ফেলে রেখে আসে।

প্রসঙ্গত, এই ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR)চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো মালদা জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠিয়েছেন।চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত যাবতীয় তথ্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পাঠানোর জন্য বলেছেন তিনি। জানা যাচ্ছে, বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগের ভিত্তিতেই ওই রিপোর্ট তলব করে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। ঘটনার এফআইআর কপি,ময়নাতদন্তের রিপোর্ট, ওই বালিকার বয়সের সার্টিফিরেট,কীভাবে তার দেহ উদ্ধার করে পুলিশ নিয়ে গিয়েছিল,সেই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।