SSKM-এ মমতা, পায়ের চোটের চিকিৎসা করাতে হাসপাতালে মুখ্যমন্ত্রী?

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Sep 24, 2023 | 5:51 PM

SSKM: গত জুন মাসে জলপাইগুড়িতে কপ্টার-দুর্বিপাকে কোমরে, পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর চপার। সেই সময়ই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসার জন্য যান।

SSKM-এ মমতা, পায়ের চোটের চিকিৎসা করাতে হাসপাতালে মুখ্যমন্ত্রী?
এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী। ফাইল চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এসএসকেএমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার পায়ের চিকিৎসার জন্য এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। এদিন এসএসকেএমে পৌঁছন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সামনে বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে পৌঁছয়।

গত জুন মাসে জলপাইগুড়িতে কপ্টার-দুর্বিপাকে কোমরে, পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর চপার। সেই সময়ই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসার জন্য যান। সূত্রের খবর, পায়ের চিকিৎসার জন্যই এবারও এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী।

১১ দিন পর শনিবার স্পেন-দুবাই সফর সেরে কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দেন তিনি। মাদ্রিদ, বার্সেলোনায় একাধিক কর্মসূচি, বৈঠক সেরে আবারও দুবাই হয়েই কলকাতায় ফেরেন। পুজোর মরসুমে বিদেশ সফর সেরে কলকাতায় পা রেখেই একাধিক সুখবরও শুনিয়েছেন তিনি। ক্রীড়া, শিক্ষা, ব্যবসায় একাধিক চুক্তি হয়েছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মমতা সাক্ষাৎ করেন।

Next Article