JU: বিতর্কের মাঝেই যাদবপুরে ফের কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য
Jadavpur University: উচ্চশিক্ষা দফতরের কাছ থেকে এখনও অনুমতি আসেনি বলেই সূত্রের খবর। যদি আবারও অনুমতি না মেলে, তাহলে কি আবারও বাতিল হবে এই বৈঠক? এখনই কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি। সূত্রের খবর, কর্মসমিতির এই বৈঠকে বাজেট ও সমাবর্তন নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এবারের বৈঠকে উচ্চশিক্ষা দফতরের সবুজ সঙ্কেত মিলবে কি না, প্রশ্ন উঠছে।

কলকাতা: বিতর্কের মাঝেই ফের ২৪ নভেম্বর কর্মসমিতির বৈঠক ডাকলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। গত কর্মসমিতির বৈঠকে উচ্চশিক্ষা দফতরের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত তা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। ফের চলতি সপ্তাহে ডাকা হল বৈঠক। স্বভাবতই এবারও কর্মসমিতির বৈঠকের ভবিষ্যৎ ঘিরে জটিলতা থাকছে।
উচ্চশিক্ষা দফতরের কাছ থেকে এখনও অনুমতি আসেনি বলেই সূত্রের খবর। যদি আবারও অনুমতি না মেলে, তাহলে কি আবারও বাতিল হবে এই বৈঠক? এখনই কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি। সূত্রের খবর, কর্মসমিতির এই বৈঠকে বাজেট ও সমাবর্তন নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এবারের বৈঠকে উচ্চশিক্ষা দফতরের সবুজ সঙ্কেত মিলবে কি না, প্রশ্ন উঠছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন যাদবপুরের উপাচার্য। কিন্তু বিকাশ ভবনের বক্তব্য, বুদ্ধদেব সাউ যেহেতু স্থায়ী উপাচার্য নন, তাই তিনি কর্মসমিতির বৈঠক ডাকতে পারেন না। এরপর সেই বৈঠক বাতিল হয়ে যায়। শুধু যাদবপুর নয়, গত ৭ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়েরও সিন্ডিকেট মিটিং হওয়ার কথা ছিল। উচ্চশিক্ষা দফতর থেকে সেখানকার রেজিস্ট্রারকে চিঠিতে জানানো হয়, এই মিটিং হলে তা আইন ভাঙার সমান হবে। এরপর সেই সিন্ডিকেট মিটিংও বাতিল হয়। এবার ফের যাদবপুর কর্মসমিতির বৈঠক করতে উদ্যত। অনুমতি মেলে কি না, নজর সেদিকেই।
