ফের পার্কস্ট্রিটে অগ্নিকাণ্ড, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

সূত্রের খবর, এপিজে বিল্ডিংয়ে এ দিন টিকাকরণ চলছিল। সেই সময় ওই বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ফের পার্কস্ট্রিটে অগ্নিকাণ্ড, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 4:22 PM

কলকাতা: একের পর এক অগ্নিকাণ্ড শহরে। সাত সকালে মদন মিত্রের বাড়ির পর এ বার পার্ক স্ট্রিটের এপিজে হাউসে লাগল আগুন। সূত্রের খবর, পার্ক স্ট্রিটের এপিজে হাউসের ৫ তলায় মঙ্গলবার দুপুরে এই আগুন লাগে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার পর দমকলের ১২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিল্ডিং থেকে সকলকে নীচে নামানো হয়েছে সকলকে। ঘটনাস্থলে পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম পৌঁছে গিয়েছেন বলে খবর। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসুও হাজির হয়েছেন।

সূত্রের খবর, এপিজে বিল্ডিংয়ে এ দিন টিকাকরণ চলছিল। সেই সময় ওই বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ওই বিল্ডিংয়ের ৫ তলায় একটি মেডিক্যাল স্টোর তৈরি করা হয়েছে বলে খবর। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগু দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। বিল্ডিংয়ের কাচ ভেঙে আগুন বের করার চেষ্টা চালানো হচ্ছে।যদিও এখনও পর্যন্ত ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্টিকের জেরেই এই আগুন লেগে থাকতে পারে।

আরও পড়ুন: কেন্দ্রীয় নেতাদের মার্গ দর্শনেই এগোবে শুভেন্দুর রাজনীতি, দিলীপ-জয়প্রকাশদের নয়া বার্তা নয় তো?

স্থানীয় সূত্রে খবর, মেডিক্যাল স্টোরের সার্ভার রুমে এই আগুন লেগেছে। চেষ্টা চলছে যাতে আগুন নিয়ে আসা যায়। প্রায় ঘণ্টাদুয়েক লাগাতার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

আরও পড়ুন: হেস্টিংসে বিজেপির বৈঠকে এলেন না রাজীব-মুকুল, ‘মিটিং জেনেও’ দিল্লিতে শুভেন্দু; বললেন দিলীপ