মুষলধারে বৃষ্টি কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায়, জমা জল বাড়াচ্ছে দুর্ভোগের আশঙ্কা

ঋদ্ধীশ দত্ত |

May 12, 2021 | 10:22 PM

আগামিকালও আকাশের মুখ ভার থাকতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

মুষলধারে বৃষ্টি কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায়, জমা জল বাড়াচ্ছে দুর্ভোগের আশঙ্কা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: পূর্বাভাস ছিলই। তবে বুধবার গোটা দিন বৃষ্টির মুখ দেখেনি তিলোত্তমা। কিন্তু ঘড়ির কাঁটা রাত ৯ টা ছুঁতেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এরপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ তার পার্শ্ববর্তী এলাকায়। হাওয়া অফিস সূত্রে খবর, হাওড়া, হুগলি-সহ দুই ২৪ পরগনা জুড়ে ঘণ্টাখানেক সময় ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বজ্রবিদ্যুৎ এবং ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে থাকে সেই সঙ্গে। আগামিকালও আকাশের মুখ ভার থাকতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

তবে গতকালকের পর আজকের বৃষ্টিতে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কেননা, কলকাতা সংলগ্ন একাধিক জায়গায় কালকের বৃষ্টির জেরে যে জল জমেছিল, তা এখনও নামেনি। এর উপর আজকের ঘণ্টাখানেকের বৃষ্টির জেরে জমা জল অসুবিধা আরও বাড়াতে পারে। পথচারীদের পাশাপাশি যানবাহনের চলাচলেও এর ফলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকালের বৃষ্টির ফলে ইতিমধ্যেই রাজভবনের সামনে জমে থাকা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বছর ২৫-এর এক যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন: কলকাতায় উপুড় করে ঢেলে দিল আকাশ! ধাঁধার উত্তর মেঘের গজ-গমনেই

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাত ১২ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আগামিকাল রোদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ১৪ মে একেবারে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: উল্টোডাঙায় ডুবল বাস, ঘণ্টা তিনেকের বৃষ্টিতে জলে থৈথৈ কলকাতা, দু’দিন চলবে বারিধারা

 

Next Article