কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলপন্থী চিকিৎসক নেতা তথা বিধায়ক নির্মল মাজির (Nirmal Maji)। এবার ভরা-প্রেক্ষাগৃহে সবার সামনেই ধিক্কার হজম করতে হল নির্মল মাজিকে। শনিবার মেডিক্যাল কলেজের ১৮৯তম প্রতিষ্ঠা দিবসের (Medical College Foundation Day) অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মল মাজি। বক্তব্যও রাখেন তিনি। কিন্তু এরই মধ্যে ছন্দপতন। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই ধিক্কার ধ্বনি উঠল নির্মল মাজির বিরুদ্ধে। প্রসঙ্গত, নির্মল মাজির বিরুদ্ধে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ এর আগেও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে। অতীতে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছিল তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে। সেই নিয়ে কম বিতর্কও হয়নি। এবার ফের একবার পড়ুয়াদের ধিক্কারের মুখে পড়তে হল তৃণমূলের চিকিৎসক নেতাকে।
বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, নির্মল মাজির বিরুদ্ধে কোভিডের সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল। চিকিৎসক ও পড়ুয়াদের সঙ্গে খারাপ ব্যবহারও করছেন অতীতে। এমন অবস্থায় মেডিক্যাল কলেজের কোনও অনুষ্ঠানে নির্মল মাজিকে চাইছেন না বিক্ষুব্ধ পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, নির্মল মাজি নাকি এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিতও ছিলেন না। তাঁরা প্রিন্সিপালের কাছে জানতে চেয়েছিলেন, কেন নির্মল মাজি অনুষ্ঠানে এসেছে। ছাত্রদের বক্তব্য অনুযায়ী, প্রিন্সিপাল তাঁদের জানিয়েছেন নির্মল মাজি নাকি আমন্ত্রণ ছাড়া নিজে থেকেই চলে এসেছেন। সেই কারণেই আমরা ধিক্কার জানিয়েছি। ছাত্রদের বক্তব্য, আগামী দিনে যদি মেডিক্যাল কলেজের কোনও অনুষ্ঠানে নির্মল মাজি আসেন, সেক্ষেত্রে তাঁরা অনুষ্ঠান বয়কট করবেন। এই বিষয়টিও কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও এই বিষয়ে নির্মল মাজির কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে অতীতে নির্মল মাজিকে ঘিরে একাধিক সময়ে বিতর্ক তৈরি হয়েছিল। মাস খানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও মা সারদার মধ্যে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরে আবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, মা সারদাই নাকি বলেছিলেন কালীঘাটে জন্ম নিয়ে রাজনীতি করবেন।