Agnimitra Paul: ভোরে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা

Agnimitra Paul: একদিন আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। ২ ঘণ্টার মধ্যে পরপর সাসপেন্ড হয়ে গিয়েছিলেন ৫ বিজেপি বিধায়ককে। শঙ্কর ঘোষদের সঙ্গে সাসপেন্ড তালিকায় ছিলেন ছিলেন অগ্নিমিত্রা পালও।

Agnimitra Paul: ভোরে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 05, 2025 | 6:22 PM

কলকাতা: অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আনন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।  তবে প্রয়োজনে এক সপ্তাহ তাঁকে হাসপাতালে রেখে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন চিকিৎসকেরা। নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অগ্নিমিত্রা। এদিন ভোর রাতে তাঁকে হাসপাতালে আনেন পরিজনেরা। 

প্রসঙ্গত, একদিন আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। ২ ঘণ্টার মধ্যে পরপর সাসপেন্ড হয়ে গিয়েছিলেন ৫ বিজেপি বিধায়ককে। শঙ্কর ঘোষদের সঙ্গে সাসপেন্ড তালিকায় ছিলেন ছিলেন অগ্নিমিত্রা পালও। মার্শাল দিয়ে তাঁদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ধস্তাধস্তির সময় আহত হয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনিও হাসপাতালে ভর্তি। তবে তাঁর  অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যাচ্ছে। এদিন বিকালে বা শনিবার সকালের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।

গত মাসে কলকাতার নতুন তিনটি মেট্রো রুট উদ্বোধনে শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সে সময়েও তাঁর সভায় উপস্থিত থাকতে পারেননি অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, সে সময়েও তিনি অসুস্থ ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। কয়েকদিন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিধানসভায় তীব্র উত্তেজনার পর রাতে বাড়ি ফিরেছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, নির্দিষ্ট সময়েই ঘুমোতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। ভোরবেলা থেকে আচমকা অসুস্থ বোধ করেন। চিকিৎসকের পরামর্শ নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকেই শুরু হয়েছে চিকিৎসা।