Kalyani AIIMS: সার্ভের নামে NRC ফর্ম ফিল আপ! মমতার বিস্ফোরক অভিযোগের পর বিবৃতি AIIMS-এর

AIIMS: বেঙ্গালুরুর অন্যতম বড় চিকিৎসা কেন্দ্র, 'ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স' বা নিমহানস (NIMHANS)-এর পার্টনার হিসেবে সমীক্ষা করছে কল্যাণী এইমস।

Kalyani AIIMS: সার্ভের নামে NRC ফর্ম ফিল আপ! মমতার বিস্ফোরক অভিযোগের পর বিবৃতি AIIMS-এর

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2025 | 9:25 AM

কলকাতা: মেন্টাল হেল্থ সার্ভের নামে এনআরসি-র জন্য ফর্ম ফিল আপ করান হচ্ছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত সবাইকে সাবধান করে বলেছেন, কেউ যেন এসব কোনও ফর্ম ফিল আপ না করেন, তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। বাংলা যখন এসআইআর (বিশেষ নিবিড় পরিমার্জন) -এর অপেক্ষায় রয়েছে, তখন মমতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই বক্তব্যের পরই বিবৃতি দিল এইমস।

সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে ওই সাংবাদিক বৈঠক করার কয়েক ঘণ্টা পরই কল্যাণী এইমস (AIIMS)-এর তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কিছু উল্লেখ না করা হলেও ওই বিবৃতিতে ব্যাখ্যা করা হয়েছে, মানসিক স্বাস্থ্যের ওই সমীক্ষার বিষয়টা আসলে কী।

এইমস-এর বক্তব্য, ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে-এর দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা করছে এইমস। বেঙ্গালুরুর অন্যতম বড় চিকিৎসা কেন্দ্র, ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স’ বা নিমহানস (NIMHANS)-এর পার্টনার হিসেবে এই কাজ করছে কল্যাণী এইমস।

রাজ্যের সাতটি জেলায় এই সমীক্ষা চলছে। আরও জানানো হয়েছে যে, সেই সমীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও নিমহানস-এর অনুমোদনে। সারা দেশেই এই সমীক্ষা চলছে ধাপে ধাপে। পশ্চিমবঙ্গও তারই অংশ বলে ব্যাখ্যা করেছে এইমস।

মুখ্যমন্ত্রী সোমবার সাবধান করে বলেছিলেন, “পরোক্ষে আপনারা কোনও তথ্যই দেবেন না। আগে জেনে নিন আমাদের কাছ থেকে।” তবে বিবৃতি দিয়ে এইমস বুঝিয়ে দিয়েছে, তারা কোনও এনআরসি-র সার্ভে করছে না।