Kolkata Airport: বাড়ির কাছে পৌঁছেও আর নামা হল না, কলকাতা থেকে আগরতলা গিয়ে ফের কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

Kolkata Airport: শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার কারণেই ফের ফিরতি পথ ধরতে হবে বিমানটিকে। ফের ১৭৪ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে উড়ে আসে বিমানটি। সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতা বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

Kolkata Airport: বাড়ির কাছে পৌঁছেও আর নামা হল না, কলকাতা থেকে আগরতলা গিয়ে ফের কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
প্রতীকী ছবিImage Credit source: X

| Edited By: জয়দীপ দাস

Aug 15, 2025 | 10:24 PM

কলকাতা: হাওয়া খারাপ। তাতেই আর যাওয়া হল না আগরতলা। ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। উদ্বেগের মেঘ যাত্রীদের মধ্যে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে আগরতলাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ২৬৪২ বিমানটি বিকেল পাঁচটা বেজে ৫০ মিনিটে উড়েছিল। কিন্তু কে জানত মাঝ আকাশেই হবে বিপত্তি। 

বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। প্রায় পৌঁছেও গিয়েছিল আগরতলা। কিন্তু, কাছাকাছি যেতেই দেখা যায় আকাশের অবস্থা ভাল নয়। এদিকে আবার সন্ধ্যার পর কোনও বিমান ওঠানামা করে না আগরতলায়। ফলে সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে পাইলটদের মধ্যে। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। 

কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার কারণেই ফের ফিরতি পথ ধরতে হবে বিমানটিকে। ফের ১৭৪ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে  উড়ে আসে বিমানটি। সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতা বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। আজ রাতে সেটি আর উড়ে যাচ্ছে না আগরতলার উদ্দেশ্যে।