Kolkata Metro: জুড়ল উত্তর থেকে দক্ষিণ, সোমবার থেকে বিমানবন্দর–শহিদ ক্ষুদিরাম মেট্রো চালু, কখন-কখন মিলবে ট্রেন? জানুন বিস্তারিত

Kolkata: এর ফলে বিমানবন্দরে যে সকল যাত্রীরা নামেন, তাঁদের আর নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না। ভোগান্তি কমবে। অনেক যাত্রীই বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড, কালীঘাট কিংবা মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরাম-এর দিকে যেতে চান,আগে তাঁদের ট্রেন বদল করতে হত। তবে এবার যাত্রা হবে আরও স্বচ্ছন্দ ও সময়সাশ্রয়ী।

Kolkata Metro: জুড়ল উত্তর থেকে দক্ষিণ, সোমবার থেকে বিমানবন্দর–শহিদ ক্ষুদিরাম মেট্রো চালু, কখন-কখন মিলবে ট্রেন? জানুন বিস্তারিত
কলকাতা মেট্রোImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 13, 2025 | 9:14 PM

কলকাতা: নতুন বছর শুরু আগেই যাত্রীদের জন্য বড়ো সুখবর দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আগামী ১৫ই ডিসেম্বর থেকে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভাবেই এই পরিষেবা থাকছে। একটি সকালে ব্যস্ততার সময় এবং দ্বিতীয়টি সন্ধ্যায়।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন দু’টি সরাসরি ট্রেন চলবে। একটি সকালবেলার দিকে। অর্থাৎ যে সময় মানুষের যাতায়াত বেশি থাকে পিক আওয়ারে। এবং অন্যটি রাতের দেরিতে। এর ফলে বিমানবন্দরে যে সকল যাত্রীরা নামেন, তাঁদের আর নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না। ভোগান্তি কমবে। অনেক যাত্রীই বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড, কালীঘাট কিংবা মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরাম-এর দিকে যেতে চান,আগে তাঁদের ট্রেন বদল করতে হত। তবে এবার যাত্রা হবে আরও স্বচ্ছন্দ ও সময়সাশ্রয়ী।

সূচি অনুযায়ী, প্রথম সরাসরি পরিষেবাটি সকাল ৯টা ৩৬ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে। দ্বিতীয় পরিষেবাটি ছাড়বে রাত ৯টায়। উভয় ট্রেনই নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে। তবে মাঝপথে যাত্রীদের ট্রেন পরিবর্তনের প্রয়োজন হবে না।

মেট্রো কর্তৃপক্ষের আশা, এই পরীক্ষামূলক পরিষেবার মাধ্যমে বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলির সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে। যাত্রিসুবিধা ও চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিষেবার সংখ্যা বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে।