AITC: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, বদলে গেল নাম ও লোগো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 28, 2023 | 8:37 AM

কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন।

AITC: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, বদলে গেল নাম ও লোগো
তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রক থেকে বিভিন্ন মন্ত্রী সহ ভিভিআইপি-দের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর সাম্প্রতিককালে বহুবার শোনা গিয়েছে। তবে এবার হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। মঙ্গলবার ভোররাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC)-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

AITC-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এখন কী দেখা যাচ্ছে?

AITC-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি খুললে দেখা যাচ্ছে, টুইটার অ্যাকাউন্টের নাম ও লোগো পরিবর্তন হয়ে গিয়েছে। AITC-র জায়গায় লেখা রয়েছে ‘Yuga Labs’ এবং ঘাস-ফুল লোগোর জায়গায় Yuga Labs -এর লোগো রয়েছে। তবে কভার ছবির কোনও বদল ঘটেনি।

AITC-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি ঠিক কখন হ্যাক হয়েছে, তা স্পষ্ট নয়। তবে সোমবার গভীর রাতেই এটি হ্যাক হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কেননা রাত দেড়টা থেকেই AITC-র টুইটার অ্যাকাউন্টের নাম ও লোগো বদল হয়ে গিয়েছে। তারপর এদিন সকালেও সেই একই অবস্থা রয়েছে। তবে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে AITC-র বদলে বর্তমানে যে লোগো রয়েছে, সেই Yuga Labs আদতে একটি মার্কিন ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি। এই সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়াতেও বিশেষজ্ঞ।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার অ্যাকাউন্ট হয়। সেটিও মধ্যরাতে হ্যাক হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দ্রব্য ও পণ্যের বিজ্ঞাপন রিটুইট হতে দেখা যায়। যেগুলি মহুয়া মৈত্র করেননি বলেই জানান। তারপর তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানান মহুয়া মৈত্র। সেই ঘটনার বছর খানেকের মধ্যে এবার হ্যাক হল খোদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট।

Next Article