calcutta municipal corporation: কলকাতায় রাত ১১টার পর হোটেল-পানশালায় বন্ধ করতে হবে মদ, মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি

Kolkata Municipal: প্রসঙ্গত, মেছুয়া বাজারে আগুন লাগার ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে ৮৩টি রুফটপ রেস্তোরাঁ বা ক্যাফের তালিকা দেওয়া হয়েছে কলকাতা পুরনিগমকে। ছাদ বা রুফটপের মিউটেশন বন্ধ করতে শুরু করেছে পুর প্রশাসন।

calcutta municipal corporation: কলকাতায় রাত ১১টার পর হোটেল-পানশালায় বন্ধ করতে হবে মদ, মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি
বন্ধ হয়ে যাবে মদ?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 28, 2025 | 7:58 PM

কলকাতা: কয়েকদিন আগে রুফটপ রেস্তোরাঁগুলি ভাঙতে চেয়ে একাংশ রেস্তোরাঁর মালিককে নোটিস দেয় কলকাতা পুরসভা। তবে এই নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। আর এবার হোটেল ও পানশালায় যাতে রাত এগারোটার পর মদ বিক্রি না করা হয় সেই আবেদন জানাতে চলেছে দুই স্বেচ্ছাসেবী সংস্থা।

জানা যাচ্ছে, হোটেল এবং পানশালায় রাত সাড়ে এগারোটার পর যাতে মদ বিক্রি না করা হয় সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দুই স্বেচ্ছাসেবী সংস্থার। চিঠি দেওয়া হয়েছে পুলিশ কমিশনার ও মেয়রকেও। শহরের হোটেল ও পানশালাগুলি নিয়ম ভেঙে ভোর পর্যন্ত মদ বিক্রি করছে। যে কারণে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনাও ঘটছে।

প্রসঙ্গত, মেছুয়া বাজারে আগুন লাগার ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে ৮৩টি রুফটপ রেস্তোরাঁ বা ক্যাফের তালিকা দেওয়া হয়েছে কলকাতা পুরনিগমকে। ছাদ বা রুফটপের মিউটেশন বন্ধ করতে শুরু করেছে পুর প্রশাসন। আর এবার রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনারকে চিঠি দিয়ে রেজিস্ট্রেশন বন্ধ রাখার অনুরোধ জানাল কলকাতা পুরনিগম। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ছাদ কোনওভাবে দখল করা যাবে না।