All India Strike: শুধু বাংলা নয়, কেরল-বিহার-ওড়িশাতেও বনধের মিশ্র প্রভাব! ময়দানে আরজেডি-কংগ্রেসও

All India Strike: ওড়িশায় ভুবনেশ্বর সহ একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করল CITU। অন্যদিকে দেশব্যাপী ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। শ্রমিক সংগঠন সূত্রে খবর, ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হতে পারে বেঙ্গালুরুতে।

All India Strike: শুধু বাংলা নয়, কেরল-বিহার-ওড়িশাতেও বনধের মিশ্র প্রভাব! ময়দানে আরজেডি-কংগ্রেসও
দেশজুড়ে চলছে ভারত বনধ! Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Jul 09, 2025 | 12:47 PM

কলকাতা: ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাঙ্ক, কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের তরফে ডাক দেওয়া হয়েছে গোটা দেশেই। নতুন শ্রমকোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি-সহ ১৭ দফা দাবিতে সকাল থেকেই রাস্তায় বাম কর্মী সমর্থকেরা। বাংলা তো বটেই, ভারত বনধের মিশ্র প্রভাব পড়ছে একাধিক রাজ্যে। মিশ্র প্রতিক্রিয়া কেরল, বিহার এবং ওড়িশায়। 

সার্বিক বনধের ছবি দেখা যাচ্ছে বাম শাসিত কেরলেও। বন্ধ দোকানপাট। রাস্তা বন্ধ করে বনধ সমর্থনে চলছে মিছিল। অন্যদিকে ভোটমুখী বিহারেও বনধ সফল করতে সকাল থেকেই পথে নেমে পড়েছে আরজেডি-কংগ্রেস। জেহানাবাদ-সহ একাধিক রেল স্টেশনে চলে অবরোধ। 

ওড়িশায় ভুবনেশ্বর সহ একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করল CITU। অন্যদিকে দেশব্যাপী ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। শ্রমিক সংগঠন সূত্রে খবর, ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হতে পারে বেঙ্গালুরুতে। 

সকাল থেকেই রেল অবরোধের ছবি দেখা গিয়েছে বাংলার নানা প্রান্তেও। পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদহ ডিভিশনের ইছাপুর, বেলঘড়িয়া, টিটাগর, মগরাহাট, ক্যানিংয়ের ধামুয়া স্টেশন সংলগ্ন অংশে সকাল থেকে ১৫-২০ মিনিটের অবরোধ হয়েছে। হাওড়া ডিভিশনের মায়াপুর ও টাকিপুরের মাঝে, চুঁচুড়া ও ব্যান্ডেলের মাঝে এবং হিন্দমোটর ও সমুদ্রগড়ের মাঝে সকাল থেকে ১৫-২০ মিনিটের অবরোধ হলে।