Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Metro Timing: দিনের কোন সময়ে কতক্ষণ অন্তর মিলবে মেট্রো? শিয়ালদহ মেট্রোর বিস্তারিত সময়সূচি একনজরে

Sealdah Metro: শিয়ালদহ স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টার সময়।

Sealdah Metro Timing: দিনের কোন সময়ে কতক্ষণ অন্তর মিলবে মেট্রো? শিয়ালদহ মেট্রোর বিস্তারিত সময়সূচি একনজরে
কলকাতা মেট্রো
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 8:11 PM

কলকাতা : দীর্ঘদিনের অপেক্ষা ছিল শহরবাসীর। ইতিমধ্যেই সোমবার উদ্বোধন করে গিয়েছেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবাও চালু হয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে দিনে ১০০ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ৫০ টি মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এবং ৫০ টি চলবে সেক্টর ফাইভ থেকে শিয়ালহদ মেট্রো স্টেশন পর্যন্ত। তবে রবিবার কোনও মেট্রো চলবে না। রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা। শিয়ালদহ স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টার সময়। অন্যদিকে শেষ মেট্রো শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেবে রাত ৯ টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা

  • সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে ৮ টা ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • সকাল ৮ টা ৫৫ মিনিট থেকে বেলা ১০ টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • বেলা ১০ টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • বিকেল ৪ টে ৫৫ মিনিট থেকে সন্ধে ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • সন্ধে ৭ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো রেল পরিষেবা।

সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা

  • সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে।
  • সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • রাত ৮ টা থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো রেল পরিষেবা।