High Court: আদালত বলার পরও নোটিস যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে চাকরিহারারা

High Court: বিচারপতির নির্দেশ, যিনি বা যাঁরা এমন নোটিস পেয়েছেন, তাঁরা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন। পৃথক পৃথকভাবে নিজেরা আবেদন করতে পারেন অথবা তাঁরা সকলে একসঙ্গে কোনও আইনজীবীকে দিয়ে এই আবেদন করতে পারবেন।

High Court: আদালত বলার পরও নোটিস যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে চাকরিহারারা
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 04, 2025 | 7:00 PM

কলকাতা: আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের বারবার নোটিস দেওয়া হচ্ছে। আন্দোলনরত চাকরিহারাদের বিরুদ্ধে বিকাশ ভবন ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় আদালতের নির্দেশ ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা না নেওয়া হয়। তারপরও পুলিশ থেমে থাকছে না! বারবার দেওয়া হচ্ছে নোটিস!

বিধাননগর উত্তর থানার তরফ থেকে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে বলে হাইকোর্টে জানানো হল অভিযোগ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ছিল সেই মামলা। বিচারপতির নির্দেশ, যিনি বা যাঁরা এমন নোটিস পেয়েছেন, তাঁরা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন। পৃথক পৃথকভাবে নিজেরা আবেদন করতে পারেন অথবা তাঁরা সকলে একসঙ্গে কোনও আইনজীবীকে দিয়ে এই আবেদন করতে পারবেন।

এই ইস্যুতে যাতে কোনও চাকরিহারা শিক্ষককে নোটিস না দেওয়া হয়, সে ব্যাপারে বোর্ডকে নির্দেশ দেওয়ার পরও উচ্চশিক্ষা দফতর তাদের নোটিস পাঠাচ্ছে বলেও এদিন কোর্টে অভিযোগ করেন দুই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা ঘোষ। মামলাকারীদের আইনজীবী রাজদীপ মজুমদার এই ইস্যুতে দায়ের হওয়া মূল এফআইআর (FIR) খারিজ করে দেওয়ার দাবি জানান। যদিও এদিন কোর্ট জানিয়ে দেয়, নোটিস নিয়ে আবেদনের শুনানি করার পর এই নিয়ে বিবেচনা করা হবে।