Tumpa Koyal: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীর উপর হামলা, চায়ের দোকানে বেধড়ক মার

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2024 | 12:56 PM

Tumpa Koyal: নিউটাউন লাগোয়া পাথরঘাটা পঞ্চায়েতের আকন্দ কেশরী গ্রামে রবিবার সন্ধ্যায় বিজয় মিছিল বার করেছিল তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে তৃণমূলের সমর্থকরা এই হামলা করে। সেখানেই টুম্পাদের বাড়ি। এলাকার চায়ের দোকানে বসেছিলেন তাঁর স্বামী।

Tumpa Koyal: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীর উপর হামলা, চায়ের দোকানে বেধড়ক মার
থানায় টুম্পা কয়াল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

রাজারহাট: কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। টুম্পার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে চায়ের দোকানে মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত স্বামীকে নিয়ে নিউটাউনের টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন টুম্পা। তাঁর অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও এ নিয়ে তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

টুম্পা কয়াল জানান, কাজ থেকে ফিরে তাঁর স্বামী চায়ের দোকানে এসে বসেছিলেন। সেখানেই একদল যুবক বিশ্বজিতের উপর চড়াও হন। আক্রান্তকে ভাঙড়ের জিরানগাছা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, নিউটাউন লাগোয়া পাথরঘাটা পঞ্চায়েতের আকন্দ কেশরী গ্রামে রবিবার সন্ধ্যায় বিজয় মিছিল বার করেছিল তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে তৃণমূলের সমর্থকরা এই হামলা করে। সেখানেই টুম্পাদের বাড়ি। এলাকার চায়ের দোকানে বসেছিলেন তাঁর স্বামী।

টুম্পা কয়াল বলেন, “ওকে কয়েকজন ঘিরে ধরে। ওকে বলতে থাকে বিজেপির হয়ে স্লিপ বিলি করেছিস? বিজেপির পতাকা নিয়েছিস? বলে এলোপাথাড়ি মারতে থাকে। বুকে পা তুলে নিয়ে গলা টিপে ধরে। জিভ বেরিয়ে গিয়েছিল। কথা বলার অবস্থা ছিল না ওর। মেডিক্যাল করিয়ে থানায় গিয়েছি। টুম্পা কয়াল ওদের টার্গেট ছিল। পারেনি তাই ওকে টার্গেট করেছে। আমার জন্যই ওকে মেরেছে তৃণমূলের লোকেরা।” বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article