কলকাতা: ফের কি কালীপুজোর (Kali Puja 2022) চাঁদার জন্য জুলুমবাজি? এবার এমনই অভিযোগ উঠল রাজারহাট থানা এলাকার দক্ষিণ নয়াবাদ এলাকায়। ওই এলাকায় একটি নার্সারি চালান অমিত কুমার সর্দার নামে এক ব্যক্তি। প্রায় বছর পাঁচেক ধরে তিনি ওই এলাকায় নার্সারি চালাচ্ছেন। প্রতি বছর এলাকার একটি ক্লাবকে কালীপুজোর জন্য হাজার টাকা করে চাঁদা দিয়ে আসছিলেন তাঁরা। এই বছরও সেই মতো চাঁদা দিতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগ, এবার তাঁদের থেকে ১০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। পরে দুই হাজার টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও নাখুশ চাঁদা চাইতে আসা ব্যক্তিরা। আর এরপরই ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হন ওই নার্সারির মালিক। পুড়ে খাক গোটা নার্সারি। নার্সারির ঘর পুড়ে গিয়েছে। নার্সারির বেশ কিছু গাছও কাটা অবস্থায় পড়ে রয়েছে। অমিত সর্দারের সন্দেহ, দাবি মতো চাঁদা না দেওয়ার কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজারহাট থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।
নার্সারি কর্তৃপক্ষের বক্তব্য, বৃহস্পতিবার ভাইফোঁটার কারণে সকাল সকাল কাজ করতে এসেছিলেন শ্রমিকরা। আর সেই সময়েই দেখা যায়, নার্সারির যে ঘরটি রয়েছে সেখানে আগুন জ্বলছে। গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। অমিত সর্দার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, প্রায় দেড় লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে এই ঘটনায়। এদিকে বৃহস্পতিবার সকালে এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে রাজারহাট থানার পুলিশ। মূলত ওই ক্লাবেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ ওই নার্সারি কর্তৃপক্ষের। অমিত সর্দারের সন্দেহ, যাঁরা চাঁদা চাইতে এসেছিল, তাঁদেরই কেউ এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। যদিও ওই ক্লাবের তরফে বিষয়টি নিয়ে কেউ কিছু বলতে চাননি। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছেন রাজারহাট থানার পুলিশকর্মীরা।
যদিও এই ঘটনার সঙ্গে আদৌ চাঁদা সংক্রান্ত বিষয় জড়িত রয়েছে, নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এর সঙ্গে অন্য কোনও কারণ জড়িয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, রাজারহাট থানার তরফে এক আধিকারিক জানান, ঘটনাটি একটি অভিযোগ এসেছে। ঘটনায় দীননাথ ও সুরজিৎ নামে দুই জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।