Fake CBI Officer: ‘সিবিআই থেকে আসছি’, কলকাতার ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা নিয়ে গেল প্রতারকরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 12, 2022 | 11:04 PM

Fraud Case: বছর ষাটের প্রতারিত ব্যক্তি ঘটনার পর, যখন বিষয়টি বুঝতে পারেন তখন ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Fake CBI Officer: সিবিআই থেকে আসছি, কলকাতার ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা নিয়ে গেল প্রতারকরা
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: শহরে প্রতারণার (Fraud Case) নয়া চক্র। সিবিআই অফিসার সেজে (Fake CBI Officer) বাড়িতে হানা দিচ্ছে প্রতারকরা। সোমবার এমনই এক প্রতারণা কারবারের শিকার হলেন কলকাতার রূপচাঁদ মুখার্জি রোডের বাসিন্দা এক ব্যবসায়ী। নিজেদের সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০ লাখ টাকা ও মূল্যবান গয়না নিয়ে চম্পট দেয় একদল প্রতারক। প্রতারিত ব্যক্তির নাম সুরেশ ওয়াধা। বছর ষাটের ওই ব্যক্তি ঘটনার পর, যখন বিষয়টি বুঝতে পারেন তখন ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রূপচাঁদ মুখার্জি রোডের বাসিন্দা সুরেশ ওয়াধা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে আজ সকাল সাড়ে আটটা নাগাদ আসে ওই প্রতারক দল। প্রায় ৮-৯ জন লোক আসে বলে জানা গিয়েছে। অভিযোগকারীর বক্তব্য, তারা তিনটি গাড়ি নিয়ে এসেছিল। গাড়িতে পুলিশের স্টিকার সাঁটানো ছিল। সুরেশ ওয়াধার বাড়িতে গিয়ে তারা নিজেদের সিবিআই-এর লোক বলে পরিচয় দেয়। বাড়ির ভিতরে ঢুকে ৩০ লাখ টাকা বেশ কিছু মূল্যবান গয়না তারা ‘বাজেয়াপ্ত’ করে। বাড়ির লোকও কিছু বাধা দেয়নি তাতে। কিন্তু এরপর কোনও ‘সিজার লিস্ট’ না দিয়েই টাক-পয়সা, গয়না-গাটি নিয়ে চলে যায় তারা। এদিকে সিজার লিস্ট না দেওয়ায় সন্দেহ হয় পরিবারের লোকেদের।

কী ঘটেছে, বুঝতে বুঝতে আরও কয়েক ঘণ্টা পেরিয়ে যায় সুরেশ ওয়াধা নামে ওই ব্যবসায়ীর। প্রতারকরা বাড়ি থেকে চলে যাওয়ার প্রায় ৩-৪ ঘণ্টা পরে ভবানীপুর থানার পুলিশের কাছে বিষয়টি এরপরই অভিযোগ দায়ের করে। জানা গিয়েছে, ওই সময়ে অভিযোগকারী ব্যবসায়ী সুরেশ ওয়াধা ছাড়াও বাড়িতে আরও পাঁচ-ছয় জন মহিলা ছিলেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার জেরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সিবিআই অফিসার সেজে ব্যবসায়ী বাড়িতে ঢুকে যেভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে প্রতারকরা, তাতে হতবাক এলাকার মানুষজন।

Next Article