কলকাতা: রাজ্যের একাধিক জেল পরিদর্শনের পর এক আইনজীবী কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছেন, তা রীতিমতো বিস্ফোরক। বাংলার একাধিক জেলে নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা। এমনকী বিভিন্ন জেলে এভাবে ১৯৬ জন সন্তানের জন্ম হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে আদালতে। এই ইস্যুতে মামলা গৃহীত হওয়ার পর নড়েচড়ে বসেছে কারা দফতর। সূত্রের খবর, মহিলা বন্দিদের বিষয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে জেল কর্তৃপক্ষগুলোর কাছ থেকে রিপোর্ট চেয়েছে কারা দফতর। আলিপুর মহিলা জেল সংক্রান্ত রিপোর্ট জমা পড়ার কথা আগামিকাল, শনিবারই। আগামী সোমবার মামলাটির শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। । তার আগে এই রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, এমন কোনও অভিযোগ তাঁর দফতরে জমা পড়েনি।
অখিল গিরিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,”কারা এই অভিযোগ করেছেন জানি না। নির্দিষ্ট কোনও সংশোধনাগারের কথা উল্লেখ করেননি। উল্লেখ করলে দেখব।” তিনি আরও জানিয়েছেন, এ রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার আছে, যেখানে পরিবারের সঙ্গে থাকতে পারেন বন্দিরা। সেখানে ঘটেছে কি না, সেটাও দেখার কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, “দফতরে এই ধরনের অভিযোগ আসেনি কখনও। আলিপুর বাদে সব জায়গায় মহিলা পুরুষ আলাদা সেল আছে।”
এদিকে, এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। ইস্যুটি বিধানসভাতেও তোলা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি ওই অভিযোগকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ধর্ষণের ঘটনা ঘটেছে জেলে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও সরব হয়েছে অগ্নিমিত্রা। অন্যদিকে, বাম নেতা নিন্দা জানিয়ে বলেন, এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা ভয়াবহ। নারীদের নিরাপত্তার অভাব সংশোধনাগার পর্যন্ত পৌঁছে গিয়েছে।