কলকাতা: রাতের কলকাতা মহিলাদের জন্য কতটা সুরক্ষিত? সেই প্রশ্ন উঠল আরও একবার। গাড়িতে থাকা মহিলাদের অশ্লীল অঙ্গভঙ্গি, তাঁদের সঙ্গীকে মারধরের অভিযোগ উঠল শহরে। বুধবার সন্ধ্যায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ভিক্টোরিয়ার সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হেস্টিংস থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগকারিণীদের দাবি, ভিক্টোরিয়ার নর্থ গেটের কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, একটি গাড়িতে ছিলেন দুই মহিলা ও দুজন পুরুষ। চারজন একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বালিগঞ্জের কাছেই তাঁরা বুঝতে পারেন তাঁদের গাড়ি ফলো করছে অন্য একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন চার যুবক। প্রথমটায় গুরুত্ব দেননি তাঁরা। পরে বুঝতে পারেন গাড়িটি পিছু ছাড়ছে না। এক মহিলা জানান, তাঁরা অলিগলি হয়ে এগোচ্ছিলেন। মহিলাদের গাড়ি এগোতে এগোতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে পৌঁছে যায়।
ঠিক ভিক্টোরিয়ার নর্থ গেটের সামনে যখন মহিলারা গাড়ি থামান, তখন দেখতে পান তাঁদের পিছনে থাকা যুবকদের গাড়িটি বেশ কিছুটা এগিয়ে চলে যায়। এরপর একেবারে ফিল্মি কায়দায় চার যুবক সহ গাড়িটি ঘুরে গিয়ে দাঁড়ায় মহিলাদের গাড়ির পাশে। অভিযোগ, মহিলাদের দেখে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন ওই চার যুবক। মহিলাদের সঙ্গে থাকা দুই বন্ধু প্রতিবাদ করলে দুই দলের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি বেধে যায়। মহিলাদের এক বন্ধুকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। রাতেই হেস্টিংস থানায় অভিযোগ করেন মহিলারা। ধৃত চার যুবককে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে।