
কলকাতা: আরজিকরে চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ (Molestation allegation)। কর্মরত অবস্থায় এক চিকিৎসক তাঁর সহকর্মী চিকিৎসকের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনায় টালা থানায় দায়ের হয়েছে অভিযোগ হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। এদিকে আরজিকর হাসপাতালে গতকাল এক মহিলার অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর ছিল এক নিরাপত্তারক্ষীর দিকে। যদিও ওই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি।
সূত্রে খবর, মঙ্গলবার আরজিকর হাসপাতালের এক চিকিৎসক পুলিশের কাছে এই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে আরও একটি যে অভিযোগ আসছে তা নিয়েও হাসাপাতালের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানউতর। অভিযোগ, কর্মরত অবস্থাতেই এক রোগীর পরিবারের সদস্যের শ্লীলতাহানি করে হাসপাতালেরই এক নিরাপত্তারক্ষী। যদিও এ ঘটনায় পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সেপ্টেম্বর মাসে হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে এসে এক চতুর্থ শ্রেণির কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল ১৮ বছরের এক কিশোরীকে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছিল আলিপুরদুয়ারে। কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর, চা বাগানে পাতা তুলতে গিয়ে বাগানের নালায় পরে আহত হন এক মহিলা চা শ্রমিক। চিকিৎসার জন্য ভর্তি হন কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তার মেয়ে এলে তার উপর চলে নির্যাতন। এমনটাই ছিল অভিযোগ।