SSC OMR Sheet: সর্বোচ্চ নম্বর ৪, শূন্য পেয়েও চাকরি; ১০০ OMR শিটের তথ্য প্রকাশ করবে SSC

SSC OMR Sheet: সাদা ওএমআর শিটে চাকরি হয়েছে, এমন অভিযোগ উঠেছে গ্রুপ ডি মামলায়।

SSC OMR Sheet: সর্বোচ্চ নম্বর ৪, শূন্য পেয়েও চাকরি; ১০০ OMR শিটের তথ্য প্রকাশ করবে SSC
ফের নিয়োগ অস্বস্তি।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 21, 2022 | 5:07 PM

কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় ওএমআর শিট (OMR Sheet) বা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ আগেই সামনে এসেছে। ইতিমধ্যে এসএসসি (SSC)-র নবম-দশমের নিয়োগ মামলায় বেশ কিছু ওএমআর শিট প্রকাশও করেছে কমিশন। আদালতের নির্দেশে প্রকাশ করা সে সব ওএমআর শিটের অনেকগুলিতেই দেখা গিয়েছে, সাদা খাতা জমা দেওয়া হয়েছে। এবার গ্রুপ ডি (Group D) নিয়োগের ক্ষেত্রেও ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১০০ টি ওএমআর শিট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তথ্য বুধবারের শুনানিতে প্রকাশ করা হয়েছে। এরপরই আদালত নির্দেশ দিয়েছে, যাতে ২২ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে সেই সব উত্তরপত্র এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এদিন উত্তরপত্রের তথ্য হাতে আসার পর বিচারপতি বলেন, ‘সাদা ওএমআর শিটে চাকরি হয়েছে। এই ওএমআর বিকৃতি করে চাকরি দেওয়ার আড়ালে মোটা টাকার লেনদেন হয়েছে। ইডি আজ থেকেই তদন্ত করুক।’ আদালতের নির্দেশ মতো মামলাকারীর আইনজীবীদের হাতে ওএমআর শিটের তথ্য দেওয়া হয়েছিল। এদিন আদালতে মামলাকারীরা জানান, সেই ১০০ টি ওএমআরশিটে দেখা গিয়েছে, সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৷ বাকিরা কেউ পেয়েছেন শূন্য, কেউ ১ বা ২। অভিযোগ, এসএসসি-র তালিকায় দেখানো হয়েছে তাঁদের প্রাপ্ত নম্বর ৪৩ বা তারও বেশি। ওএমআর শিট পর্যবেক্ষণের দায়িত্বে থাকা গাজিয়াবাদের সংস্থা নাইসারের হার্ড ডিস্কের রেকর্ডের সঙ্গে এসএসসি-র তথ্যের গরমিল থাকার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ওই ১০০ জনের মধ্যে ৫০ জনের নাম প্যানেলে রয়েছে আর বাকি ৫০ জনের নাম রয়েছে ওয়েটিং লিস্টে। মোট ২৮২৩ জনের ওএমআর শিট নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন আদালত নির্দেশ দিয়েছে, ওই ২৮২৩ জনের ওএমআর শিট আগামী ১০ দিনের মধ্যে মামলাকারীর হাতে তুলে দেবে সিবিআই। ওই নিয়োগের সময় এসএসসি-র চেয়ারম্যান কে ছিলেন, তা জানতে চান বিচারপতি। উত্তরে সুবীরেশ ভট্টাচার্যের নাম জানিয়েছে সিবিআই।