RG Kar: যত কাণ্ড আরজি করেই! CISF-এর সামনেই ফের এক মহিলা চিকিৎসকে হুমকি দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Oct 02, 2024 | 4:42 PM

RG Kar: পুজো এলেও আরজি করের প্রতিবাদের রেশ এখনও থামেনি। উল্টে আরও নতুন উদ্যোমে গর্জে উঠছেন প্রতিবাদীরা। মহালয়ার ভোরেও দেওয়া হয়েছিল ভোর দখলের ডাক। হাজার হাজার মানুষ পথেও নামেন।

RG Kar: যত কাণ্ড আরজি করেই! CISF-এর সামনেই ফের এক মহিলা চিকিৎসকে হুমকি দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা
আরজি কর
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: ফের আরজিকর হাসপতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম সত্যরঞ্জন মহাপাত্র। সূত্রের খবর, আজ ভোর তিনটে নাগাদ ঘটনা বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালে। আহতকে সঙ্গে নিয়ে এসেছিলো তিনজন। চিকিৎসার জন্য আহত ব্যক্তির হাতে সিরিঞ্চ ফোটালে রক্ত বের হতে থাকে। অভিযোগ, সেই সময়েই ওই ব্যক্তি মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

জখম ব্যক্তির সঙ্গে আসা তিনজনও এই কাজ করতে থাকেন। ওই মহিলা ডাক্তার-সহ বাকিদের হুমকি, গালিগালাজ করা বলে অভিযোগ। এরপর আহত কে অন্য হাসপাতালে নিয়ে চলে যায়। ঘটনার পরেই থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, সিআইএস‌এফের উপস্থিতি থাকার মধ্যেই এই ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে ফের এবার প্রশ্নের মুখে আরজি করের নিরাপত্তা। 

প্রসঙ্গত, পুজো এলেও আরজি করের প্রতিবাদের রেশ এখনও থামেনি। উল্টে আরও নতুন উদ্যোমে গর্জে উঠছেন প্রতিবাদীরা। মহালয়ার ভোরেও দেওয়া হয়েছিল ভোর দখলের ডাক। হাজার হাজার মানুষ পথেও নামেন। এরইমধ্যে আবার সাগর দত্ত মেডিক্যাল কলেজেও চিকিৎসক সহ চিকিৎসা কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ফের কর্মবিরতির ঘোষণা করে দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ফের পথে নেমেছেন তাঁরা। এরইমধ্যে আরজি করের এই নতুন ঘটনা সরকারের উপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।  

Next Article