কলকাতা: নার্সের কাজ নিয়ে বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন ১৮ বছরের তরুণী। হাসপাতাল মালিকের বিরুদ্ধে তিনিই ধর্ষণের অভিযোগ দায়ের করলেন নিউটাউন থানায়। নিউটাউনেরই ওই বেসরকারি হাসপাতাল। এক চিকিৎসকের হাসপাতাল সেটি। অভিযোগ, মাস দু’য়েক হল এই হাসপাতালে নার্স হিসাবে যোগ দিয়েছেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, গত ১২ ডিসেম্বর নার্সিংহোমে কাজে গিয়েছিলেন তিনি। দুপুর ১২টা নাগাদ কাজে যান বলে জানান। এরপরই তাঁকে ওই চিকিৎসক তথা হাসপাতাল মালিক নিজের চেম্বারে ডেকে পাঠান। ওই তরুণীকে নিজের চেম্বারেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, ওই তরুণীর অভিযোগ, ১৭ ডিসেম্বর পর্যন্ত ওই হাসপাতালেই তাঁকে আটকে রাখা হয়। ৬ দিন আটকে ছিলেন তিনি। এমনকী ঘটনার কথা বাইরে বললে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ। পরিস্থিতি এমন হয় যে, ওই তরুণীকে নার্সিংহোম থেকে পালিয়ে আসতে হয়। বেরিয়ে এসেই বাড়ির লোকজনকে সব কথা জানিয়ে দেন।
এরপরই নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন। ধর্ষণের ধারার পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকের বিরুদ্ধে অন্যায়ভাবে আটকে রাখা ও অপরাধমূলক ভয় দেখানোর ধারা দেওয়া হয়। রবিবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হয়।