Sovan-Baisakhi: ‘হাওয়া খেতে’ বেরিয়ে শোভন-বৈশাখীর গাড়িতে ধাক্কা মারার ‘চেষ্টা’ দুই মাধ্যমিক পরীক্ষার্থীর

Sovan-Baisakhi: ঘটনা প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন, “শোভনের যে এসকর্ট গাড়ি ছিল সেখান থেকেই প্রথমে চিৎকারটা শুনতে পাই। তখনই চোখ দেখে দেখি একটা কালো রঙের গাড়ি আমাদের ধাক্কা মারতে আসছে। প্রায় তিনবার ধাক্কা মারার চেষ্টা করে।”

Sovan-Baisakhi: ‘হাওয়া খেতে’ বেরিয়ে শোভন-বৈশাখীর গাড়িতে ধাক্কা মারার চেষ্টা দুই মাধ্যমিক পরীক্ষার্থীর
রাতের শহরে দুর্ঘটনার কবলে প্রাক্তন মেয়র Image Credit source: TV 9 Bangla

Feb 20, 2025 | 11:02 PM

সত্যজিত মণ্ডল

কলকাতা: প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ। সূত্রের খবর, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন শোভন। অভিযোগ, পথেই একটি কালো রঙের চারচাকা তাঁদের পিছু নেয়। রীতিমতো তাড়া করে ধাক্কা মারার চেষ্টা করে। শেষে শোভন-বৈশাখীর সিকিউরিটির দায়িত্বে গাড়িতে ধাক্কা মারে। 

ঘটনা প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন, “শোভনের যে এসকর্ট গাড়ি ছিল সেখান থেকেই প্রথমে চিৎকারটা শুনতে পাই। তখনই চোখ দেখে দেখি একটা কালো রঙের গাড়ি আমাদের ধাক্কা মারতে আসছে। প্রায় তিনবার ধাক্কা মারার চেষ্টা করে। হঠাৎ করে ওরা কোথা থেকে এল বুঝতেই পারলাম না। পুলিশের গাড়ি যখন ওদের ফোলো করছে, তখন ওই গাড়িকে ওরা ধাক্কা মেরে বেরিয়ে যেতে যায়। শেষ পর্যন্ত যখন ধরা হয় তখন দু’টো ছেলে গাড়ি থেকে বের হয়। ওরা মদ্যপ ছিল কিনা বোঝা যায়নি। শুধু বলে মাইন্ড ফ্রেশ করতে আমরা বেরিয়েছিলাম। মেটিয়াব্রুজ থেকে হাওয়া খেতে এসেছিলাম। খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আসে। ওরা জিজ্ঞাসাবাদ করছে।” সূত্রের খবর, গাড়িতে থাকা দু’ই ছেলেই নাবালক। এবারে তারা মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে। পরীক্ষা শেষে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল। যদিও তাঁদের কথার সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

শোভনও বলছেন গাড়িতে দু’টো কম বয়সী ছেলে ছিল। তাঁর কথায়, “রাস্তাতেই একটা গাড়ি আমাদের চেজ করতে শুরু করে। আমাদের সিকিউরিটির দায়িত্বে যাঁরা ছিল তাঁরা আমাদের গাড়িকে কভার করে। ওদের চোখেই প্রথম ঘটনাটা ধরা পড়ে। এসকর্ট কারটা কভার করতেই আমাদের গাড়ি এড়িয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ওরা। তখনই এসকর্ট গাড়িটায় ধাক্কা মারে। গাড়িটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে। যাঁরা ধাক্কা মেরেছে ওদের গাড়িও ইঞ্জিন-সমেত ক্ষতিগ্রস্ত হয়েছে।” কিন্তু রাতের কলকাতার এই অবস্থা দেখে থ প্রাক্তন মেয়র। খানিক বিস্ময়ের সুরেই বলছেন, “কোন উদ্দেশ্যে এমনটা করল বুঝতে পারছি না। রাতে নিউটাউনের মতো জায়গায় এটা ঘটবে ভাবতে পারছি না!”