
কলকাতা: নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে সেই প্রকল্পের পাশাপাশি চলবে দুয়ারে সরকার কর্মসূচিও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২ অগস্ট থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শুরু করা হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে জানান, দুটি কর্মসূচি একসঙ্গেই চলবে। দু’মাস ধরে চলবে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি। অন্যান্য বার ‘দুয়ারে সরকার’ কর্মসূচির জন্য ১ লক্ষ শিবির করা হত রাজ্যে। আর এক মাসের মধ্যে তা শেষ হয়ে যেত।
কিন্তু এবার একটু বদল করা হয়েছে সেই পরিকল্পনায়। যেখানে তিনটি বুথ নিয়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কাজ হবে। ঠিক তার পাশেই হবে দুয়ারে সরকারের শিবির। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সভায় উপস্থিত থাকবেন জেলাস্তরের আধিকারিক, বিডিও, স্থানীয় প্রশাসন এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা।
ওই সভায় ডাকা হবে তিন বুথের অধীনে থাকা বাসিন্দাদের। স্থানীয় যে কোনও সমস্যা নিয়েই আলোচনা করা যাবে। সমাধান সূত্রও বের করা হবে ওই সভাতেই। বুথ প্রতি ১০ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। যে টাকা ধার্য করা হয়েছে, কোনও কারণে তার থেকে বেশি অর্থ প্রয়োজন হলে সংশ্লিষ্ট দফতরকে টেন্ডার ডেকে কাজ করতে বলা হয়েছে।
কাজ শেষ করতে হবে চলতি ১৫ ডিসেম্বরের মধ্যে। একান্তই কাজ শেষ না হলে ২০২৬ -এর ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হবে। তার মধ্যেই শেষ করতে হবে কাজ।