
কলকাতা: একুশে জুলাই তৃণমূলের সমাবেশের পরদিনই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে এক নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য, সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়া। কিন্তু সেই প্রকল্প কোথায় হচ্ছে? খোঁজ নিয়ে দেখা গেল, একাধিক জেলায় বিভিন্ন স্কুলেই চলছে এই প্রকল্প! তারস্বরে বাজছে মাইক, চেয়ার টেবিল পেতে বসে সরকারি আধিকারিকরা, সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। আর স্কুল? স্কুলের ক্লাস ছুটি, বাড়িতে পড়ুয়ারা। আর স্কুলে কচিকাচাদের বদলে নেতা-নেত্রী, আধিকারিকদের মুখ! একাধিক স্কুলে এই সময় চলে অর্ধবার্ষিকী পরীক্ষা, সেটাও বিঘ্নিত হচ্ছে! এহেন এক গুচ্ছ অভিযোগ সাম্প্রতিককালে এসেছে সামনে। মিড ডে মিল খেয়েই বাড়ি! ...