কলকাতা: বিদেশ থেকে কলকাতা ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শনিবার সন্ধ্যাতে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ শহরে পা রাখতেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্নের সম্মুখীন হলেন। যদিও এদিন মুখ খোলেননি তিনি। এখনই রাজনৈতিক বিষয়ে কোনও কথা বলতে নারাজ অশীতিপর অর্থনীতিবিদ।
এদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শারীরিকভাবে তিনি যে অনেকটাই ভেঙে পড়েছেন, তা এদিন অমর্ত্য সেনকে দেখলেই বোঝা যায়। বিমানবন্দর থেকে একেবারে হুইল চেয়ারে বেরোন এবং হুইলচেয়ার থেকেই সোজা গাড়িতে উঠে যান অশীতিপর অর্থনীতিবিদ। সঙ্গে একটি লাঠিও ছিল। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতেই তিনি দেশে ফিরেছেন বলেও জানান অমর্ত্য সেন।
তবে শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়লেও বর্তমান পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের বার্তা শুনতে উন্মুখ রাজনৈতিক মহল থেকে ওয়াকিবহাল মহল। বিশেষত, যখন ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনও আসন্ন। তাই এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ বিমানবন্দরে নামতেই বর্তমান রাজ্য-রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁর বার্তা জানতে যান সাংবাদিকেরা। যদিও কোনও বার্তা মেলেনি। বরং বিমানবন্দরে নামা মাত্রই সাংবাদিকদের এহেন প্রশ্নে সম্ভবত কিছুটা বিরক্ত বোধ করেন নোবেলজয়ী। তাঁর কথায়, “সবে বিদেশ থেকে ফিরলাম। আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাই। তারপর এসব বিষয়ে কথা বলব।”
প্রসঙ্গত, চলতি বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শাসক, বিরোধী- দু-পক্ষই ঘর গোছাতে শুরু করে দিয়েছে। নির্বাচনী প্রচারের লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ কর্মসূচিও নিয়েছে। এই পরিস্থিতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের শহরে ফেরা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবাহল মহল।