Amherst Street Case: আমহার্স্ট স্ট্রিটকাণ্ড: অশোকের দেহ হাতে পেল পরিবার, নিমতলায় শেষকৃত্য
Amherst Street Case: পুলিশি নিরাপত্তায় দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এরপর শববাহী শকটে দেহ পৌঁছয় সূর্য সেন স্ট্রিট এলাকা অশোকের বাড়ির সামনে। সেখানে হাজির ছিলেন এলাকার লোকজন। আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত-ও। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে।
কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানায় দেহ উদ্ধার হয় অশোককুমার সিং নামে এক ব্যক্তির। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। তদন্ত চলছে। আর এসবের মধ্যেই শনিবার অশোকের শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে। আদালতের নির্দেশের পর শনিবারই অশোককুমার সিংয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশি নিরাপত্তায় দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এরপর শববাহী শকটে দেহ পৌঁছয় সূর্য সেন স্ট্রিট এলাকা অশোকের বাড়ির সামনে। সেখানে হাজির ছিলেন এলাকার লোকজন। আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত-ও। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে।
আমহার্স্ট স্ট্রিট থানায় অশোকের দেহ উদ্ধার ঘিরে পরিবার পিটিয়ে মারার অভিযোগ তুলেছে ইতিমধ্যেই। তাঁদের দাবি, অশোক একটি ফোন কিনেছিলেন। সেটি যে চোরাই ফোন তা তিনি জানতেন না। পরে তাঁকে থানা থেকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তারপরই এই দেহ উদ্ধারের ঘটনা।
শুক্রবার পুলিশ মর্গ থেকে এসএসকেএমের মর্গে নিয়ে যাওয়া হয়েছিল অশোকের দেহ। এদিনই পরিবার জানিয়ে দিয়েছিল, তারা আর পরিবারের সদস্যর দ্বিতীয়বার ময়নাতদন্ত চায় না। দেহ তাদের দিয়ে দেওয়া হোক। তবে পুলিশ জানিয়েছিল আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত তা দেওয়া সম্ভব নয়। এরপর শনিবার সকালেই আদালতে ছোটে পরিবার। এরপর বিকালে অশোকের দেহ পরিবারের হাতেই তুলে দেওয়া হয়।