ভোটের আগে কড়া নজর অনুপ্রবেশে, বিএসএফ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক শাহের

Feb 18, 2021 | 11:24 AM

ভারত সেবাশ্রম সংঘে ঝটিকা সফর থেকে কপিল মুনির আশ্রমে পুজো, পরিবর্তন যাত্রার সূচনা, রোড শো, উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্ন ভোজ- আজ দিনভর রাজ্যে ঠাসা কর্মসূচি অমিত শাহের।

ভোটের আগে কড়া নজর অনুপ্রবেশে, বিএসএফ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক শাহের
ভারত সেবাশ্রম সংঘে অমিত শাহ। বৃহস্পতিবার সকালে।

Follow Us

কলকাতা: ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার মধ্যরাতে কলকাতায় পৌঁছন তিনি। বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর কর্তাদের সঙ্গে বৈঠক করেন শাহ। এরপরই সকাল ১০টা ২৫ নাগাদ বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের পথে রওনা দেয় তাঁর কনভয়। ১০টা ৪৮ মিনিটে সেখানে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। আরতি, পুজোর্চ্চনা করেন ভারত সেবাশ্রমে। তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়।

বুধবার রাতে বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহারা। সেখান থেকে নিউটাউনের হোটেলে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই এদিন সকালে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ছিলেন এ কে আর্য (ডিআইজি বিএসএফ ইস্টার্ন জোন), পঙ্কজ সিং (এডিজি বিএসএফ)-সহ সাতজন আইবি কর্তা।

 

সূত্রের খবর, অনুপ্রবেশ নিয়ে এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেন আধিকারিকরা। ভোটের আগে অনুপ্রবেশ রুখতে বিএসএফকে আরও কড়া হওয়ার বার্তা দেন শাহ। এই বৈঠকে মালদহ-মুর্শিদাবাদ রুট নিয়ে বিশেষ আলোচনা হয় বলেও জানা গিয়েছে। আইবি এ সংক্রান্ত বেশ কিছু তথ্যও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে।

Next Article