AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মিশন বাংলা’ সফল করতে শহরে শাহ, সফর শুরু তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে

এ বারের সফরের সূচনাই শাহ করবেন এমন দুই জায়গায় হাজির হয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রভাব প্রশ্নাতীত। তৃণমূলের সেই শক্ত ঘাঁটিতে আঘাত হেনেই সফর শুরু করবেন শাহ।

'মিশন বাংলা' সফল করতে শহরে শাহ, সফর শুরু তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে
ফাইল ছবি
| Updated on: Feb 18, 2021 | 12:45 AM
Share

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে ‘মিশন বাংলা’ সফল করতে বুধবার ফের রাজ্যে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বিমান দমদম বিমানবন্দরে নামে। আগামিকাল গোটা দিন একের পর এক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

আজকের রাতটা নিউটাউনের এক পাঁচতারা হোটেলে কাটিয়ে কাল সকালে প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তল্লাটে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাটের অদূরেই রাসবিহারীতে ভারত সেবাশ্রম সংঘের দফতরে উপস্থিত হবেন তিনি। সেখান থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাবেন শাহ। দুপুর ১২ টা ৫০ মিনিটে শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন নামখানা থেকে। তাৎপর্যপূর্ণভাবে, এ বারের সফরের সূচনাই তিনি করবেন এমন দুই জায়গায় হাজির হয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দলের প্রভাব প্রশ্নাতীত। তৃণমূলের (TMC) সেই শক্ত ঘাঁটিতে আঘাত হেনেই সফর শুরু করবেন শাহ।

রথযাত্রার উদ্বোধনের পর শাহের নজর ঘুরবে উদ্বাস্তু পরিবারের দিকে। নামখানার জনসভা শেষে স্থানীয় নারায়ণপুরে এক উদ্বাস্তু তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। পরিবারকর্তার নাম সুব্রত বিশ্বাস। তিনি মাছের ব্যবসা করেন। তাঁর স্ত্রী অর্চনা বিশ্বাস পরিচারিকার করেন।

আরও পড়ুন: মুকুলের ‘মাস্টারপ্ল্যান’, প্রচার-ঝড় তুলতে ২২ কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বাংলায়

মধ্যাহ্নভোজন সেরে স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো-তে অংশ নেবেন। শ্মশান কালী মন্দির থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় এক ঘণ্টার রোড শো করবেন তিনি। সন্ধে নামার আগে কপ্টার যোগে কলকাতায় ফিরে বিকেল ৫ টা নাগাদ যাবেন অরবিন্দ ভবনে। সূত্রের খবর, রাতে তিনি বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন। তবে এখনও সেই নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: অনিশ্চিত রাহুল, ব্রিগেডে বুদ্ধ?