মুকুলের ‘মাস্টারপ্ল্যান’, প্রচার-ঝড় তুলতে ২২ কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বাংলায়

এমন ১১০ টি আসন রয়েছে যেখানে বিজেপি-তৃণমূল কাঁটায় কাঁটায় টক্কর হবে। সেই আসনগুলির জন্য এই মাস্টারপ্ল্যান ঠিক করে ফেলেছেন বিজেপির অধুনা 'চাণক্য' মুকুল রায়।

মুকুলের 'মাস্টারপ্ল্যান', প্রচার-ঝড় তুলতে ২২ কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বাংলায়
অলংকরণ- অভিজিৎ বিশ্বাস
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 4:25 PM

নয়া দিল্লি: বঙ্গে গেরুয়া ধ্বজা ওড়াতে কেন্দ্রীয় নেতাদের ওপরই আস্থা রাখছেন মোদী-শাহ। ধারে ও ভারে বিজেপি (BJP) রাজ্য নেতৃত্বের ওজন এখন নেহাত কম নয়। তৃণমূল ত্যাগী নেতাদের আগমনে সেজে উঠেছে পদ্মবন। তবে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম পর্যায়ের প্রচারের জন্য মাঠে নামতে চলেছেন ২২ জন কেন্দ্রীয় নেতা। একবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেই প্রচারে ঝাঁপিয়ে পড়বেন এই কেন্দ্রীয় নেতারা। সূত্রের খবর, বিজেপির অধুনা ‘চাণক্য’ হিসেবে পরিচিত মুকুল রায়ই (Mukul Roy) প্রচারের এই রোডম্যাপ স্থির করেছেন।

গত লোকসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত বাংলার বিধানসভা আসনগুলিতে অন্তর্বর্তী সমীক্ষা চালিয়ে এমন ১১০ টি আসন বেছে নেওয়া হয়েছে যেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হবে। সূত্রের খবর, সংশ্লিষ্ট আসনগুলিতে দ্বিগুণ শক্তি প্রয়োগ করে প্রচারে নামতে চাইছে বিজেপি। যদিও সেই তালিকার কোন কোন আসন রয়েছে তা গেরুয়া শিবির প্রকাশ্যে আনেনি। তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল-সহ ধর্মন্দ্র প্রধান এবং গিরিরাজ সিংয়ের মতো নেতাদের নাম নিয়ে বক্তাদের তালিকা তৈরি হয়েছে।

আরও পড়ুন: দুর্ভেদ্য ঘাঁটি! পাঁচ তারা হোটেলের পর জাতীয় গ্রন্থাগারে রণনীতির পাঠ দিতে পারেন শাহ

এই মধ্যে বেশিরভাগ আসনই দক্ষিণবঙ্গের হবে বলে অনুমান রাজনৈতিক পর্যবেক্ষকদের। গত লোকসভা ভোটেই উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি অনেকটা মজবুত হয়ে গিয়েছে। এ বার দক্ষিণবঙ্গ-সহ কলকাতাকে পাখির চোখ করে নেমেছে বিজেপি। সেই কারণে ওই ১১০ টি আসনে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসাদরা জোর প্রচার চালাবেন বলে জানা গিয়েছে। এই পরিকল্পনা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের মস্তিষ্কপ্রসূত বলে জানা গিয়েছে। এতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও সিলমোহর দিয়েছেন।

সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে রাজ্যের মোট ২৯৪ টি বিধানসভা আসনে ২৯৪ জন নেতাকে প্রচারে নামানো হতে পারে। যদিও পুরো বিষয়টি এখনও ভাবনার পর্যায়ে। তবে কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: সিইউ ক্যাম্পাসে ‘টুম্পা সোনা’ গান! সংস্কৃতির পরিপন্থী বলছেন উপাচার্য, অন্যায় দেখছে না তৃণমূল