গিনেস বুকে নাম তুলে ফেলল এই ছাগল, কী এমন বৈশিষ্ট্য আছে জানেন!
কেরলের ইদুক্কি জেলার কোন্ডালোতের ঘটনা। একজন আমেরিকান পর্যটক ওই ছাগলকে দেখে অবাক হয়ে যান।

কেরল: গত চার বছর ধরে এক কৃষকের বাড়িতে রয়েছে ছাগলটি। লিনু পিটার নামে এক কৃষক তাকে লালন-পালন করে। বয়স বাড়ছে ছাগলটির, কিন্তু আর পাঁচটা ছাগলের থেকে সে আলাদা। হঠাৎ কৃষক লক্ষ্য করেন যে ছাগলটির বয়স বাড়ার সঙ্গে সমানহারে উচ্চতা বাড়েনি।
জন্মের পর মাত্র ৪০ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে তার। অর্থাৎ মাত্র ১ ফুট ৩ ইঞ্চি। ছাগলের নাম রেখেছেন কারুম্বি। তবে সেই ছাগলই যে বিশ্ব রেকর্ড করে বসবে, তা ভাবতেও পারেননি ওই কৃষক।
কেরলের ইদুক্কি জেলার কোন্ডালোতের ঘটনা। একদিন হঠাৎ একজন আমেরিকান পর্যটক ওই ছাগলকে দেখে অবাক হয়ে যান। জীবনে এত কম উচ্চতার ছাগল তিনি দেখেননি। এ কথা শুনে একটু মন খারাপ হয়ে যায় কৃষকের। ছাগলটির ওজন করাতে তিনি নিয়ে যান কেরল সরকারের প্রাণী সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের কাছে। উচ্চতা দেখে তাঁরাও একটু চমকে যান।
এরপর জানা যায়, এর চেয়ে কম উচ্চতার ছাগল বিশ্বে আর নেই। তাই গিনেস বুকে নাম তুলে ফেলেছে ওই ছাগল। আসলে উচ্চতা এত কম হওয়ার কারণ হল জিন।
Meet Karumbi, the world’s smallest goat, who lives her life just 15 inches above the ground pic.twitter.com/pWQ09CLh6m
— Guinness World Records (@GWR) March 20, 2025
