ATM-এর নিয়মে বড় বদল আনল SBI, কী করতে হবে গ্রাহকদের
SBI: এসবিআই নিজস্ব এটিএম এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা পরিবর্তন করেছে। এই নিয়ম সকল SBI গ্রাহকদের জন্য প্রযোজ্য।

নয়া দিল্লি: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে এসবিআই। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এটিএম চার্জ কাঠামো সহজ করতে এই পরিবর্তন এনেছে। ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকেই কার্যকর হয়েছে এই পরিবর্তন।
এসবিআই নিজস্ব এটিএম এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা পরিবর্তন করেছে। এই নিয়ম সকল SBI গ্রাহকদের জন্য প্রযোজ্য। গ্রাহকরা এসবিআই-এর এটিএম থেকে মাসে মাত্র ৫টি লেনদেন বিনামূল্যে করতে পারবেন, অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ১০টি লেনদেন বিনামূল্যে করা যাবে।
যদি কোনও গ্রাহকের গড় মাসিক ব্যালেন্স ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে থাকে, তাহলে তিনি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৫টি লেনদেন বিনামূল্যে করতে পারবেন। যদি কেউ ১০০,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স বজায় রাখে, তাহলেও ওই একই সীমা নির্ধারিত থাকবে। আর ব্যালান্স যদি ১ লক্ষের বেশি থাকে, তাহলে এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা পাওয়া যাবে।
বিনামূল্যে এটিএম লেনদেনের মাসিক সীমা শেষ হওয়া পর, SBI এটিএম-এ প্রতি লেনদেনের জন্য ১৫ টাকা ও GST ধার্য করবে। অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ লেনদেনের জন্য, প্রতি লেনদেনের জন্য ফি ২১ টাকা ও সঙ্গে জিএসটি লাগবে।
মেট্রো শহর সহ দেশের অন্যান্য স্থানে প্রযোজ্য হবে এই নিয়ম। এসবিআই এটিএম-এ ব্যালেন্স চেক করার জন্য এবং মিনি স্টেটমেন্ট নেওয়ার জন্য কোনও চার্জ লাগবে না।
