Stock Market: ১,২৬১ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০, বেড়েছে অন্যান্য এশিয়ান সূচকও!
Share Market: দুই বেঞ্চমার্ক সূচকের সঙ্গে আজ বেড়েছে একাধিক সেক্টোরিয়াল সূচকও। ১,২৬১ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচক।
আজ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ৩৭৪ পয়েন্ট বাড়ল নিফটি ৫০ ও ১,০৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স।
দুই বেঞ্চমার্ক সূচকের সঙ্গে আজ বেড়েছে একাধিক সেক্টোরিয়াল সূচকও। ১,২৬১ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচক। ১,০২৮ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০ সূচক। ৯৫৮ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।
ভারতের সূচকের সঙ্গে আজ বেড়েছে চিন ও জাপানের সূচক। ১,৮৭৬ পয়েন্ট বেড়েছে জাপানি সূচক নিক্কেই। ২৯৯ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।