Donald Trump, China: ট্রাম্পের ধাক্কা, হুড়মুড়িয়ে পড়েছে চিনা সূচক! একটু হলেও সামলে নিয়েছে ভারত
Stock Market: আজ ১৩.২২ শতাংশ পড়েছে চিনা সূচক হ্যাংসেং। ১.৮৩ শতাংশ পড়েছে জাপানি সূচক নিক্কেই ২২৫। ৫.৫৭ শতাংশ পড়েছে দক্ষিণ কোরিয়ান সূচক কসপি।
ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ঘোষণার পর থেকেই পরপর পড়েছে শেয়ার বাজার। আমেরিকা থেকে চিন, ভারতের বাজার বাদ যায়নি কোনও বাজারই। আজ এপ্রিল মাসের ৭ তারিখ ৭৪২ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। ২,২২৬ পয়েন্ট পড়েছে সেনসেক্স।
আজ ৫৬৮ পয়েন্ট পড়েছে নিফটি মেটাল সূচক। শতাংশের বিচারে যা সর্বোচ্চ, ৬.৭৫ শতাংশ। ৯১৫ পয়েন্ট পড়েছে নিফটি স্মলক্যাপ ১০০ সূচক। ১,৯২২ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। ১,৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।
আজ ১৩.২২ শতাংশ পড়েছে চিনা সূচক হ্যাংসেং। ১.৮৩ শতাংশ পড়েছে জাপানি সূচক নিক্কেই ২২৫। ৫.৫৭ শতাংশ পড়েছে দক্ষিণ কোরিয়ান সূচক কসপি।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।