
কলকাতা: অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে এবার যে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই নিজের দলের নেতা-মন্ত্রী-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, এবার আর ছাড়াছাড়ি নেই, জিততেই হবে বিজেপিকে। তার জন্য সকলকে একজোট হয়ে ময়দানে নামার বার্তা দিয়েছেন শাহ। বলেছেন,”দিল পে লিখলো, হামারা সরকার হোগা।”
আজ অর্থাৎ বুধবার সল্টলেকে নিজের দলের নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন শাহ। সেখান থেকে তাঁর বার্তা, ২০০ আসনে জিততেই হবে। অমিত বলেন, “আমরা যদি তিন থেকে সাতাত্তর পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে সাতাত্তর থেকে কেন ২০০ পৌঁছতে পারব না?” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আশঙ্কার কথা জানিয়ে বলেছেন,কলকাতা নিরাপদ নয়। অনুপ্রবেশের দাপট যখন আরও বাড়বে, তখন বিপদে ঘনিয়ে আসবে। আর তাই এই অবস্থা থেকে বাঁচতে হলে সমুলে এই সরকার উপড়ে ফেলতে হবে।
তিনি এ দিন বারবার জোড় দিয়েছেন জনসংযোগের উপর। একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, “এক কর্মীর সঙ্গে অন্য কর্মীর যোগাযোগ করুন। যোগাযোগ বাড়ান।
সবাইকে জাগ্রত করুন। কলকাতার চারটে জেলার সবাই আছেন। গৃহ-সম্পর্ক বাড়ান।” অর্থাৎ বাড়ি-বাড়ি গিয়ে মানুষের সমস্যা-দুঃখ-দুর্দশা শোনার নির্দেশ দিয়েছেন তিনি। এখানে উল্লেখ্য, এর আগে যখন বাংলায় তিনি এসেছিলেন দেখা গিয়েছিল প্রান্তিক মানুষের বাড়ির উঠোনে বসে মধ্যাহ্নভোজন সেরেছিলেন। ফলে জনসংযোগন তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই কথাই বলেন।
এ দিন অমিত শাহ বলেন, “এই সরকার এসে ছিলেন মা মাটি মানুষের নাম করে। মা বিপন্ন। মাটিতে অনুপ্রবেশের দাপাদাপি। তাই বাড়ি বাড়ি সম্পর্ক তৈরি করুন।”