Amit Shah: বাংলায় এসে বন্ধ ঘরে ‘টার্গেট সেট’ করে দিয়ে গেলেন শাহ: সূত্র
BJP Bengal: বিগত কয়েকটি নির্বাচনে তৃণমূল যেভাবে নিরঙ্কুশ জয় পেয়েছে, তাতে বিজেপির রাস্তা যে এ রাজ্যে খুব মসৃণ, তা নয়। কিন্ত শাহ-নাড্ডাদের ৩৫ চাই। তার জন্য সংগঠন সাজানোর কাজ করে গিয়েছেন শাহ-নাড্ডা।
কলকাতা: মঙ্গলবার কলকাতার হোটেলে পরপর দুটি বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একটি বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ জন বিজেপি নেতা। কিন্তু তার আগেই হোটেলের বন্ধ ঘরে হয়েছে আরও একটি বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মাত্রা চারজন। ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ। দলের অন্দরেও ওই বৈঠক নিয়ে বেড়েছে জল্পনা। কী এমন কথা বলা হয় চার নেতাকে যা বাকিদের বলা গেল না?
সূত্রের খবর, ১৫ জনকে বার্তা দেওয়ার আগে চার নেতাকে ভালভাবে লক্ষ্যমাত্রা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। ৩৫টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রার কথা আগেই বলেছিল বিজেপি নেতৃত্ব। সেটাই মঙ্গলবার আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। সূত্রের খবর তিনি বলেছেন, “৩৫ আসন দিন। নরেন্দ্র মোদী সোনার বাংলা গড়ে দেবেন।” একই সঙ্গে বৈঠকে সত্যজিৎ রায়ের ছবির কথা উপমা হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেছেন, “সত্যজিৎ রায় তো আর আমাদের মধ্যে নেই। থাকলে হীরক রানি নামে ছবি বানাতেন।”
বিগত কয়েকটি নির্বাচনে তৃণমূল যেভাবে নিরঙ্কুশ জয় পেয়েছে, তাতে বিজেপির রাস্তা যে এ রাজ্যে খুব মসৃণ, তা নয়। কিন্ত শাহ-নাড্ডাদের ৩৫ চাই। তার জন্য সংগঠন সাজানোর কাজ করে গিয়েছেন শাহ-নাড্ডা।
উল্লেখ্য, কলকাতার বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইন না সিএএ লাগু করার কথা বলেছেন শাহ। তিনি বলেছেন, ‘সিএএ হবেই, কেউ আটকাতে পারবে না। বারবার এই বিষয়ে শরণার্থীদের ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’