Amusement Tax: ‘ইডেনে IPL-র টিকিটের দাম ৩৫০০, বিনোদন কর কেন ১৫ টাকা?’, পুরনিগমে প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের
Amusement Tax: বিশ্বরূপ দে বলেন, "কিছুদিন আগেই ইডেনে ভারত ও ইংল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচ হল। তখন টিকিটের দাম ছিল বারোশো টাকার মতো। এখন সেই টিকিটের দামই সাড়ে তিন হাজার টাকা। তাহলে বিনোদন কর কেন বাড়ানো হবে না?"

কলকাতা: শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল। ইডেন গার্ডেন্সে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এদিন আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টিকিটের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে ইডেনে আইপিএল ম্যাচে বিনোদন কর নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূ দে। যেখানে আইপিএলের টিকিটের দাম আকাশছোঁয়া, সেখানে বিনোদন কর কেন ১৫ টাকা থাকবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
এদিন কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে আইপিএলের ম্যাচে বিনোদন কর নিয়ে প্রশ্ন তোলেন ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন কলকাতা নাইট রাইডার্সের প্রদেয় বিনোদন কর নিয়ে।
তিনি এদিন কলকাতা পুরসভার বিনোদন কর বিভাগের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমারকে বিনোদন কর বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, ইডেনে কেকেআর-এর ম্যাচ থাকলে আসন প্রতি মাত্র ১৫ টাকা বিনোদন কর নেওয়া হয়। অথচ এক একটা টিকিট কয়েক হাজার টাকায় বিক্রি করছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। বিভিন্ন দামের টিকিট রয়েছে। ইডেনে আসন প্রতি ৫০ টাকা করে বিনোদন কর বৃদ্ধি করার প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কলকাতা পুরনিগমের যখন আর্থিক সংকট চলছে, তখন কেন বিনোদন কর বৃদ্ধি করা হবে না?
এই খবরটিও পড়ুন




কলকাতা পুরনিগম সূত্রে খবর, বর্তমানে মাত্র ১৫ টাকা করে আসন প্রতি বিনোদন কর নেওয়া হয়। ইডেনে মোট ৬৫ হাজার আসন রয়েছে। ইডেনে যে কয়েকটি ম্যাচ হবে, প্রতি ম্যাচের জন্য এই বিনোদন কর ধার্য করা হবে।
বিনোদন কর বিভাগের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার পাল্টা কটাক্ষ করে নিজের দলের কাউন্সিলরকেই বলেন, বিশ্বরূপ দে যখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বোর্ডের বড় পদে ছিলেন, তখন এই কাজ শুরু করে গেলে, এত কম টাকা নিতে হত না। একইসঙ্গে তিনি জানান, বকেয়া টাকা সব পাওয়া গেলেও এখনই বিনোদন কর বৃদ্ধি করার বিষয়টি আলোচনার মধ্যে নেই। যদিও ভবিষ্যতে কর বৃদ্ধি করা হবে কি না, সেটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানান।
পুরনিগমের মাসিক অধিবেশন শেষে বিশ্বরূপ দে বলেন, “কিছুদিন আগেই ইডেনে ভারত ও ইংল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচ হল। তখন টিকিটের দাম ছিল বারোশো টাকার মতো। এখন সেই টিকিটের দামই সাড়ে তিন হাজার টাকা। তাহলে বিনোদন কর কেন বাড়ানো হবে না?”
কলকাতা নাইট রাইডার্সের বিনোদন কর নিয়ে বরাবরই বিতর্কের মধ্যে রয়েছে কলকাতা পুরনিগম। ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কলকাতা পুরনিগম কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে বিনোদন কর বাবদ পেত ৫ কোটি ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকা। কিন্তু এই বিপুল বকেয়া টাকার সুদ কোনও এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ মকুব করে দেওয়া হয়। যার পরিমাণ হচ্ছে ৩ কোটি ৩২ লক্ষ ৪২ হাজার টাকা। এমনকি এই বিপুল পরিমাণে বিনোদন করার বকেয়া রাখার জন্য জরিমানা বাবদ ৫১ হাজার টাকাও মুকুব করে দেওয়া হয়। শুধুমাত্র পুরসভার ভাঁড়ারে জমা পড়ে ১ কোটি ৭৩ লক্ষ ৬৫ হাজার টাকা।
কলকাতা পুরসভার অর্থনৈতিক সংকটে মধ্যে এই বিপুল টাকা ছাড় দেওয়া এবং বিনোদন কর বৃদ্ধি না করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও আইপিএল-কে দেশের গর্ব এবং বিশ্বের অন্যতম প্রতিযোগিতা বলে দাবি করে নিজেদের যাবতীয় দায়-দায়িত্ব ঝেড়ে ফেলেছেন কলকাতা পুরনিগমের ক্ষমতাসীন তৃণমূল প্রশাসকরা।
বিনোদন কর নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কলকাতা পুরনিগমের এই বিনোদন কর নিয়ে বিতর্কের কোনও মানে নেই। যেকোনও পুরসভার করের একটা নীতি থাকে। কলকাতা পুরনিগম এরকম কোনও নীতি মেনে চলে নাকি? সিদ্ধান্ত প্রক্রিয়ার মধ্যেই থাকবে, প্রক্রিয়াজাত হবে না। বিনোদন কর থেকে যদি কাটমানি খাওয়ার ব্যবস্থা থাকত, দেখতেন দ্রুত সিদ্ধান্ত হত। তবে এই ধরনের কোনও টুর্নামেন্ট থেকে যদি পুরসভার আয় হয়। এবং তা যদি নাগরিক পরিষেবায় কাজে লাগে, তবে অবশ্যই বিনোদন কর বসানো উচিত এবং বাড়ানো উচিত।”





