Calcutta High Court: মানিক-পুত্রর মামলার শুনানিতে হঠাৎ ভার্চুয়ালি উদয় ‘Rx’-এর, কে ইনি? শোরগোল আদালতে

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Sep 18, 2023 | 10:08 PM

Calcutta High Court: মানিকপুত্রের শুনানির সময় হঠাৎ অনলাইনে কে ঢুকে গেল? বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় এজলাসে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সঙ্গে সঙ্গে এজলাসে উপস্থিত কোর্ট অফিসারদের কাছে জানতে চান বিষয়টি। অনলাইনে কে রয়েছে, তা জানতে চান। যদিও ভার্চুয়ালি কে ঢুকে গিয়েছিল শুনানির সময়, তা স্পষ্ট হয়নি।

Calcutta High Court: মানিক-পুত্রর মামলার শুনানিতে হঠাৎ ভার্চুয়ালি উদয় Rx-এর, কে ইনি? শোরগোল আদালতে
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেই সময় হঠাৎ করেই আদালতকক্ষের শুনানিতে ভার্চুয়ালি ঢুকে পড়েন এক ব্যক্তি। মানিকপুত্রের শুনানির সময় হঠাৎ অনলাইনে কে ঢুকে পড়লেন? বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় এজলাসে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সঙ্গে সঙ্গে এজলাসে উপস্থিত কোর্ট অফিসারদের কাছে জানতে চান বিষয়টি। অনলাইনে কে রয়েছেন, তা জানতে চান। যদিও ভার্চুয়ালি কে ঢুকে গিয়েছিলেন শুনানির সময়, তা স্পষ্ট হয়নি।

এজলাসে উপস্থিত কোর্ট অফিসার বিচারপতিকে জানান, যিনি ছিলেন তিনি অফলাইন হয়ে গিয়েছেন ততক্ষণে। এজলাসের মধ্যে যে কম্পিউটার রয়েছে, সেখানে স্ক্রিনে ‘আরএক্স’ (Rx) নামধারী একটি আইডি দেখা যাচ্ছিল। যদিও কোর্ট অফিসার কিছুক্ষণের মধ্যেই ওই অজানা ব্যক্তিকে অনলাইন শুনানি থেকে বের করে দেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন এও প্রশ্ন করেন, এজলাসে অনলাইনে উপস্থিত থাকার জন্য অনুমতি কে দিয়েছে?

উল্লেখ্য, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পকসো মামলা-সহ একাধিক স্পর্শকাতর মামলা বিচারাধীন রয়েছে। সেই কারণে তাঁর এজলাসের লাইভ স্ট্রিমিং-ও বন্ধ রাখা হয়েছে। তবে যদি কেউ আদালতের শুনানিতে প্রয়োজনে ভার্চুয়ালি অংশ নিতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারপতির থেকে আগাম অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানির সময় হঠাৎ করে ওই ব্যক্তি কীভাবে শুনানিতে ভার্চুয়ালি উদয় হলেন, সেই বিষয়টি এখনও অস্পষ্ট। যে ব্যক্তি আচমকা ঢুকে গিয়েছিলেন ভার্চুয়ালি শুনানিতে, তাঁর নাম-পরিচয়ও জানা যায়নি। সকলের অজান্তে কীভাবে ওই অজানা ব্যক্তি এমন হাইপ্রোফাইল একটি মামলায় কম্পিউটার স্ক্রিনে উদয় হলেন, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে আইনজীবী মহলে।

Next Article