Firhad Hakim: ‘আনিসের বাবার ব্রেন ওয়াশ হয়েছে’, ফিরহাদের মন্তব্যে চাপানউতর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 10, 2022 | 7:09 PM

Firhad Hakim: শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানের ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোরদার চাপানউতর।

Firhad Hakim: ‘আনিসের বাবার ব্রেন ওয়াশ হয়েছে’, ফিরহাদের মন্তব্যে চাপানউতর

Follow Us

কলকাতা: আনিসের (Anish Khan) ভাইয়ের উপর হামলার ঘটনায় নতুন করে চাপানউতর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই এ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আনিস খানের পরিবার। এদিনই আবার আনিসের বাড়িতে যায় সিআইডি-র (CID) চার সদস্যের দল। এদিন আনিসের ভাই সলমন খানের উপর হামলার ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে আনিসের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবি, “আনিসের বাবা যেটা বলছেন তাঁর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। কারণ এতগুলো রাজনৈতিক দল ওনার বাড়িতে গিয়ে ওনার ব্রেন ওয়াশ করে দিয়েছে।”

শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানের ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিকে আনিস হত্যা মামলায় অন্যতম প্রধান সাক্ষী হিসাবে নাম রয়েছে সলমনের। তাঁর উপর হামলাকে কেন্দ্র করেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠেছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কে বা কারা তাঁর উপর হামলা চালালো তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। এদিকে গত ১৮ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতেই আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশ। তাই আনিসের মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে প্রশ্ন ওঠে। কাঠগড়ায় পুলিশের ভূমিকা। এদিকে সলমনের উপর হামলার ঘটনায় রবিবার আমতা থানা ঘেরোওয়ের ডাক দিয়েছে এসএফআই-ডিওয়াইএফআই।

তবে ফিরহাদের দাবি, “যদি কোনও অপরাধ হয়ে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। অপরাধীদের গ্রেফতার করা হবে। এটার পিছনে কে আছে এটা পুলিশ তদন্ত করে খুব তাড়াতাড়ি বের করবে। আনিস বাড়িতে অনেক রাজনৈতিক দলই গিয়েছে। ওনারা যা বলছেন তার পিছনে রাজনৈতিক স্বার্থ আছে।” এখানই না থেমে আনিসের বাবার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ফিরহাদ আরও বলেন, “পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। সে কারণেই আনিস খান হত্যা মামলায় যাঁরা আসল অপরাধী তাঁরা গ্রেফতার হয়েছে। এখন ওর ভাইয়ের উপর আক্রমণের বিষয়টিও পুলিশ তদন্ত করে দেখবে। তবে আনিসের বাবা যেটা বলছেন তাঁর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। কারণ এতগুলো রাজনৈতিক দল ওনার বাড়িতে গিয়ে ওনার ব্রেন ওয়াশ করে দিয়েছে।” তাঁর এ মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার বিতর্ক।   

Next Article