ফের ত্রিবেণী কুম্ভের আয়োজন, ঘোষণা বৃহস্পতিতেই

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্গুণানন্দ মহারাজ, স্বামী তেজসানন্দ গিরি মহারাজ, যোগী কালিকারানন্দ সরস্বতী, ডঃ শোবানা কুমার পট্টনায়ক, ডঃ সায়ন ভট্টাচার্য, আচার্য সঞ্জয় শাস্ত্রী, ডঃ রাকেশ দাস, মৌমিতা চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি বাংলার ভক্তিবাদের সুর তুলে ধরতে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

ফের ত্রিবেণী কুম্ভের আয়োজন, ঘোষণা বৃহস্পতিতেই
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2026 | 8:28 PM

‘বঙ্গীয় শক্তি সঙ্গম ২০২৬’-এর মঞ্চ থেকে ঘোষিত হবে ‘বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ ২০২৬’-এর রূপরেখা। বৃহস্পতিবার ভারতীয় জাদুঘরের আশুতোষ হলে এই উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মহাসম্মেলন – ‘বঙ্গীয় শক্তি সঙ্গম ২০২৬’। এই অনুষ্ঠানের মূল মঞ্চ থেকেই ঐতিহাসিক ‘বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।

‘শক্তি, ভক্তি, প্রকৃতি’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এদিন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হল আসন্ন ত্রিবেণী কুম্ভের ঘোষণা। ত্রিবেণী সঙ্গমে বাংলার লুপ্তপ্রায় যে কুম্ভ ঐতিহ্য, তার পুনর্জগরণের লক্ষ্যে আয়োজক কমিটি এবং বিশিষ্ট সাধুসন্তরা এই মঞ্চ থেকে ২০২৬ সালের কুম্ভ মেলার পরিকল্পনা ও তাৎপর্য সকলের সামনে তুলে ধরবেন।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্গুণানন্দ মহারাজ, স্বামী তেজসানন্দ গিরি মহারাজ, যোগী কালিকারানন্দ সরস্বতী, ডঃ শোবানা কুমার পট্টনায়ক, ডঃ সায়ন ভট্টাচার্য, আচার্য সঞ্জয় শাস্ত্রী, ডঃ রাকেশ দাস, মৌমিতা চক্রবর্তী।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি বাংলার ভক্তিবাদের সুর তুলে ধরতে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। থাকবে চণ্ডী বন্দনা, শ্যামা সঙ্গীত, চিত্র প্রদর্শনী।