কলকাতা: অনিকেত মাহাতোর পর ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালে ভর্তি করতে হল। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে ভর্তি করা হয়েছে জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অ্যানাস্থেসিয়ার প্রধান সোমনাথ দে’র নেতৃত্বে ওই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে বসা জুনিয়র ডাক্তারদের একজন অনুষ্টুপ। তিনি কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া। এদিন তাঁর তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। জানা গিয়েছে, মূত্রের সঙ্গে রক্তও বেরোয়। এরপরই মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে আনা হয় স্ট্রেচার ও অ্যাম্বুল্যান্স। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।
অনুষ্টুপের আগে ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রবিবার থেকে অনশনে বসেছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শনিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনে বসেছিলেন অলোক বর্মা। তাঁর সঙ্গে অনশনে বসেন আর এক জুনিয়র সৌভিক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুই অনশনকারীর মধ্যে অলোক বর্মাকে এদিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে আটটা থেকে ধর্মতলায় প্রথমে ৬ জন অনশনে বসেন। পরে রবিবার আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতে অনশনে যোগ দিয়েছিলেন। শুক্রবার রাতে আরও দুই জুনিয়র ডাক্তার অনশনে যোগ দিয়েছেন। পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। তবে দুই জুনিয়র ডাক্তারকে হাসপাতালে ভর্তি করার পর এখন অনশন করছেন ৬ জুনিয়র ডাক্তার।