ED on Anubrata Mondal : চাপ বাড়ছে কেষ্টর, আসানসোল জেল সুপারকে তলব ইডির

Supriyo Guha

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Updated on: Mar 22, 2023 | 11:31 PM

ED on Anubrata Mondal : আসানসোলের (Asansol) জেল সুপার কৃপাময় নন্দীকে তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ৫ এপ্রিল দিল্লিতে হাজিরার নোটিশ ইডির।

ED on Anubrata Mondal : চাপ বাড়ছে কেষ্টর, আসানসোল জেল সুপারকে তলব ইডির
চাপে অনুব্রত

Follow us on

কলকাতা : তিনি আসানসোলের জেলের পুলিশ সুপার। তাঁর জেলেই দীর্ঘদিন ছিলেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এমনকী অনুব্রতর গ্রেফতারির পর দুর্গাপুজোর সময় জেলে থাকা বন্দিদের জন্য এলাহি খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। জেলে বসেই কব্জি ডুবিয়ে ফ্রায়েড রাইস, দেশি মুরগির ঝোল, সুস্বাদু কাতলা খেয়েছেন কেষ্ট। এবার সেই জেলেরই পুলিশ সুপারকে ডেকে পাঠাল ইডি (ED)। আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দীকে তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ৫ এপ্রিল দিল্লিতে হাজিরার নোটিশ। বেশ কিছু নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, গত অগাস্টে গ্রেফতারির পর দীর্ঘদিন আসানসোলের জেলেই ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সূত্র মারফত খবর, অনুব্রত মণ্ডল সংক্রান্ত বিষয়ে কৃপাময়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি-র আধিকারিকরা। এখন দেখার ডাক পড়লেও আগামী ৫ এপ্রিল দিল্লি যান কিনা ওই পুলিশ কর্তা। এদিকে তদন্ত যত এগোচ্ছে ততই অনুব্রতর উপর চাপ বাড়িয়ে চলেছেন তদন্তকারীরা। হাতে উঠে আসছে নিত্যনতুন তথ্য। ডাক পড়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলেরও। তাঁর কাছেও বেশ কয়েকবার এসে গিয়েছে নোটিশ। যদিও সুকন্যা জানাচ্ছেন তাঁর শরীর খারাপ। সে কারণেই যেতে পারছেন না দিল্লিতে। 

এদিনও এই মর্মে ইডিকে একটি মেল পাঠিয়েছেন সুকন্যা। শেষবার গত ২০ মার্চ তাঁকে তলব করেছিল ইডি। না গেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিল ইডি। যদিও ই-মেলে সুকন্যা জানাচ্ছেন শরীর খারাপের কারণে তিনি যেতে পারছেন না। এমতাবস্থায় এবার আসানসোলের জেল সুপারকে তলব এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তলবে নতুন করে শুরু হয়েছে চাপানউতর। তাঁর কাছ থেকে ঠিক কোন কোন তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা তা নিয়ে চলছে জল্পনা। অন্যদিকে এখন অনেকগুলি দিন তিহাড়ে কাটাতে হবে অনুব্রতকে। কেষ্টর আইনজীবী অবশ্য জানাচ্ছেন, সেখানে ভালই আছেন তিনি। খাওয়া দাওয়া করছেন ঠিকঠাক। ঘুমও হচ্ছে ভালই। আগে থেকে এই জেলে রয়েছেন কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। আবার সদ্য গ্রেফতার হওয়া অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিও ঢোকানো হয়েছে তিহাড়েই। 

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla